এই যশপ্রীত বুমরাকে থামাবে কে? বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় পেসার যা করছিলেন তাতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। প্রতিপক্ষ দলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডদের মতো যত বড় নামই থাকুক না কেন!
বুমরার থামার একমাত্র উপায় হয়তো চোট। এবং, শেষ পর্যন্ত সেটাই হলো। বুমরা পড়লেন চোটে। মাঠ ছাড়লেন, স্ক্যান করতে ছাড়তে হলো স্টেডিয়ামও! যদিও তিনি কীসের চোটে পড়েছেন সেটা এখনো জানা যায়নি।
সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করেছিলেন বুমরা। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এই পেসার। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরা। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন!
বুমরার না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি হওয়ারই কথা ছিল। বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্ক ওয়াহ এমনও বলেছেন যে, ‘অস্ট্রেলিয়া বোধ হয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে।’
বুমরা সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের ৩১তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল ৫টি। বুমরা বোলিং না থাকলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ।
মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন। সব মিলিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে বুমরার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৩২–এ।