ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান প্যানেল চেয়ারম্যান হতে না পেরে অনুসারীদের দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ের তালা খোলা হয়নি।

এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য হান্নান বলেন, অনিয়ম-দুর্নীতির কারণে তিনিসহ লোকজন চেয়ারম্যানকে বের করে দিয়েছেন। ঘটনার সময় স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ ও টিপুসহ আরও লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে কার্যালয় থেকে কোনো কারণ ছাড়াই চেয়ারম্যানকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে কার্যালয়ের তালা খোলা হয়নি।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ইউপি সদস্য আব্দুল হান্নানের ইন্ধনে তার সহযোগী চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন টিপুর নেতৃত্বে ৮-১০ জন দলবদ্ধ হয়ে চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরবর্তী সময়ে হান্নান প্যানেল চেয়ারম্যান হতে চেয়েছিলেন। কিন্তু তা হতে না পেরে ক্ষোভে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বলেন, ইউপি সদস্য হান্নানের ইন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ ও টিপু কার্যালয় থেকে আমাকে বের করে দেয়। আর কখনো কার্যালয়ে না আসতে হুমকি দিয়েছে তারা। বের না হতে চাইলে তারা আমার দিকে তেড়ে আসে। তারা বিএনপি, এজন্য ঘটনাটি ঘটিয়েছে। অন্য কোনো কারণ তারা বলেনি। পরে তারা পরিষদে তালা ঝুলিয়ে দেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আব্দুল হান্নান। তিনি বলেন, ‘নানা অনিয়ম (প্রকল্প আত্মসাৎ ও হোল্ডিং ট্যাক্স নিয়ে) দুর্নীতি করেছেন চেয়ারম্যান। প্রতিবাদ করায় আমার মাকে গালমন্দ করেন তিনি। এজন্য তাকে পরিষদ থেকে বের করে দিয়েছি।’

চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন বলেন, আমি স্থানীয় একটি মেলায় ছিলাম। জনগণ চেয়ারম্যানকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে আমি পরে সেখানে গিয়েছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ইউএনওর সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ-খবর নেবো।

ট্যাগস

চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

আপডেট সময় ৭ ঘন্টা আগে

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান প্যানেল চেয়ারম্যান হতে না পেরে অনুসারীদের দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ের তালা খোলা হয়নি।

এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য হান্নান বলেন, অনিয়ম-দুর্নীতির কারণে তিনিসহ লোকজন চেয়ারম্যানকে বের করে দিয়েছেন। ঘটনার সময় স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ ও টিপুসহ আরও লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে কার্যালয় থেকে কোনো কারণ ছাড়াই চেয়ারম্যানকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে কার্যালয়ের তালা খোলা হয়নি।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ইউপি সদস্য আব্দুল হান্নানের ইন্ধনে তার সহযোগী চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন টিপুর নেতৃত্বে ৮-১০ জন দলবদ্ধ হয়ে চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরবর্তী সময়ে হান্নান প্যানেল চেয়ারম্যান হতে চেয়েছিলেন। কিন্তু তা হতে না পেরে ক্ষোভে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বলেন, ইউপি সদস্য হান্নানের ইন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ ও টিপু কার্যালয় থেকে আমাকে বের করে দেয়। আর কখনো কার্যালয়ে না আসতে হুমকি দিয়েছে তারা। বের না হতে চাইলে তারা আমার দিকে তেড়ে আসে। তারা বিএনপি, এজন্য ঘটনাটি ঘটিয়েছে। অন্য কোনো কারণ তারা বলেনি। পরে তারা পরিষদে তালা ঝুলিয়ে দেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আব্দুল হান্নান। তিনি বলেন, ‘নানা অনিয়ম (প্রকল্প আত্মসাৎ ও হোল্ডিং ট্যাক্স নিয়ে) দুর্নীতি করেছেন চেয়ারম্যান। প্রতিবাদ করায় আমার মাকে গালমন্দ করেন তিনি। এজন্য তাকে পরিষদ থেকে বের করে দিয়েছি।’

চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন বলেন, আমি স্থানীয় একটি মেলায় ছিলাম। জনগণ চেয়ারম্যানকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে আমি পরে সেখানে গিয়েছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ইউএনওর সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ-খবর নেবো।