যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে টিকটককে ৯০ দিন সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এই ঘোষণা দিতে পারেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটককে ৯০ দিনের সময়সীমা দেওয়া ঠিক হবে। যদি আমি তা করি, তবে সোমবার তা ঘোষণা করার সম্ভাবনা বেশি। চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। দেশটিতে প্রায় ১৭ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন।
তবে যুক্তরাষ্ট্রে গত বছর পাস হওয়া একটি আইনের আওতায় টিকটকের চীন-ভিত্তিক মূল কোম্পানি বাইটডান্স থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট।
টিকটক জানিয়েছে, রোববার থেকে যুক্তরাষ্ট্রে তাদের সেবা বন্ধ হয়ে যাবে। তবে যদি বাইডেন প্রশাসন অ্যাপল ও গুগলসহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আশ্বাস দেয় যে, নিষেধাজ্ঞার পরও তারা কোনো আইনি সমস্যায় পড়বে না, তাহলে টিকটক সচল থাকতে পারে।
কিন্তু টিকটকের মন্তব্যকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউস জানিয়েছে, এই সিদ্ধান্তের দায়িত্ব পরবর্তী ট্রাম্প প্রশাসনের ওপর বর্তায়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে বলেন, টিকটক বা অন্যান্য কোম্পানিগুলোকে রোববারের আগে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টিকটক। ওয়াশিংটনে চীনা দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার’ করছে। দূতাবাসের এক মুখপাত্র বলেন, চীন তার আইনসম্মত অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে, যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে তাদের শেষ বিদায় জানাচ্ছেন। ফিটনেস ইনফ্লুয়েন্সার ব্রিটানি উইলিয়ামস তার ৬৪ হাজার অনুসারীর উদ্দেশে একটি ভিডিও পোস্টে বলেছেন, রোববার থেকে কি টিকটক নিষেধাজ্ঞা কার্যকর হবে? জানলে আমার পরিকল্পনা করা সহজ হতো।
নিষেধাজ্ঞা কার্যকরের আগে টিকটক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, যেমন- অ্যাপল, গুগল এবং ওরাকল তাদের সেবা অব্যাহত রাখবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
টিকটকের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হওয়া এই অনিশ্চয়তা ব্যবহারকারীদের বিকল্প অ্যাপে চলে যেতে বাধ্য করছে। প্রতিদ্বন্দ্বী মেটা এবং স্ন্যাপ এরই মধ্যে তাদের শেয়ারের মূল্যবৃদ্ধি দেখেছে।
টিকটকের সিইও শৌ জি চিউ সোমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, পাঁচ হাজার কোটি ডলার মূল্যের এই অ্যাপের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চীনের পক্ষ থেকে এর মার্কিন কার্যক্রম বিক্রির বিষয়ে আলোচনার খবরও সামনে এসেছে, যদিও কোম্পানি তা অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স