চাপের মুখে পর দুর্বার রাজশাহী আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব ক্রিকেটারদের পাওনা টাকা তিন কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজির মালিকের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত আসে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএল-২০২৫ আয়োজনকে সফল করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও, টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক চুক্তি লঙ্ঘন করে রাষ্ট্রের সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছে।
ফ্রাঞ্চাইজির এই অপেশাদারিত্ব গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বিষয়টি সমাধান করতে ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনা করেন। তিনি ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও, তা বাস্তবে হয়নি এবং বিভিন্ন অভিযোগ উঠে আসে।
ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও শোনা যায়, যার ফলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়। একপর্যায়ে, ৩ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ফ্রাঞ্চাইজির মালিক শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। চাপের মুখে তিনি সংকট সমাধানে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে সব ক্রিকেটারদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও, প্রতিটি কিস্তিতে খেলোয়াড়দের পাশাপাশি দলের সংশ্লিষ্ট সকলকেও অর্থ প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি।