ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাধিকা কুমারস্বামী, যিনি তার সৌন্দর্য ও অভিনয়ের জন্য পরিচিত, এখন বিপুল সম্পত্তির মালিক। ১৪ বছর বয়সে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করা রাধিকা, সিনেমার কেরিয়ারে সাফল্য পেয়েও তার ব্যক্তিগত জীবনের জন্য বেশি আলোচনায় এসেছেন।
২০০২ সালে ‘নীলা মেঘা শামা’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া রাধিকা, পরবর্তীতে ব্যবসায়ী রতন কুমারের সঙ্গে প্রেমে জড়ান এবং বিয়ে করেন। তবে তার বাবা মারা যাওয়ার পর সংসারে টানাপড়েন শুরু হয় এবং তাদের দাম্পত্য ২ বছর পর ভেঙে যায়। এরপর ২০০৬ সালে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা। তাদের সম্পর্কটি প্রথমে গোপন রাখা হলেও ২০১০ সালে তা প্রকাশ্যে আসে।
রাধিকা, যিনি সিনেমায় সাফল্য পাননি, কিন্তু ব্যবসায় সফল হয়েছেন। গুঞ্জন রয়েছে যে, কুমারস্বামীর স্ত্রীরূপে তিনি বর্তমানে ১২৪ কোটি রুপি সম্পত্তির মালিক। এই দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে।