ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত পোস্ট, রিমান্ডে কবি সোহেল

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 2

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন। সোমবার, আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

এ মামলার অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সোহেল হাসান গালিবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে, সোমবার তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর, আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করে, তার বিরুদ্ধে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হলেও, আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোহেল হাসান গালিব তার ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেন, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস

মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত পোস্ট, রিমান্ডে কবি সোহেল

আপডেট সময় ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন। সোমবার, আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

এ মামলার অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সোহেল হাসান গালিবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে, সোমবার তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর, আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করে, তার বিরুদ্ধে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হলেও, আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোহেল হাসান গালিব তার ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেন, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।