ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার, বরিশালে ৫৪ জেলের কারাদণ্ড

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • 248

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে দুই লাখ ২৪ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের সূত্রমতে, শুক্রবার বরিশাল বিভাগে ১১৮টি অভিযানে ৪০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ৩৩৪ কেজি ইলিশ, সোয়া দুই লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া বরিশালে ৪৭ জন, ভোলায় দুজন, পটুয়াখালীতে তিনজন ও ঝালকাঠিতে দুজনসহ ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ৪৭ জন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন ও ভোলায় একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৭০টি মাছঘাট, ৩১১টি আড়ত ও ১৯৫টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

ট্যাগস

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার, বরিশালে ৫৪ জেলের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে দুই লাখ ২৪ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের সূত্রমতে, শুক্রবার বরিশাল বিভাগে ১১৮টি অভিযানে ৪০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ৩৩৪ কেজি ইলিশ, সোয়া দুই লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া বরিশালে ৪৭ জন, ভোলায় দুজন, পটুয়াখালীতে তিনজন ও ঝালকাঠিতে দুজনসহ ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ৪৭ জন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন ও ভোলায় একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৭০টি মাছঘাট, ৩১১টি আড়ত ও ১৯৫টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।