ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী কারও পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোন মন্তব্য আসেনি।

যদিও একজন সরকারি কর্মকর্তা বলেছেন দুই দিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছিলো।

এর আগে গত সাতই মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরের নিয়ন্ত্রণ ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করেছে এবং দুই বিমানবন্দরেই সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।

তাছাড়া পাকিস্তানের গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

সূত্র: বিবিসি

ট্যাগস

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

আপডেট সময় ৩ ঘন্টা আগে

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী কারও পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোন মন্তব্য আসেনি।

যদিও একজন সরকারি কর্মকর্তা বলেছেন দুই দিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছিলো।

এর আগে গত সাতই মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরের নিয়ন্ত্রণ ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করেছে এবং দুই বিমানবন্দরেই সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।

তাছাড়া পাকিস্তানের গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

সূত্র: বিবিসি