ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় সপ্তাহব্যাপী বিনা মূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • 163

বগুড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমার সপ্তাহব্যাপী বিনা মূল্যে প্রদর্শন শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।

২০ অক্টোবর শুক্রবার বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনা মূল্যে প্রদর্শনী শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনা মূল্যে সিনেমাটির প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্নস্তরের রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করব, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’

মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।’

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি ও জনসাধারণ নিয়ে হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন তিনি। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয়, দলমত নির্বিশেষে বগুড়া এবং সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের জন্য মধুবন সিনেপ্লেক্সে ৭ দিনব্যাপী চলচ্চিত্রটি বিনা মূল্যে প্রদর্শন করা হবে।

২১ অক্টোবর শনিবার থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২ থেকে ৩টা এবং ৩ থোকে ৬টার শো বিনা মূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।

সারিয়াকান্দি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ও সোনাতলা পৌরসভা ভবনের সামনে থেকে এবং পাকুল্লা সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ মাঠ চত্বর থেকে প্রতিদিন চলচ্চিত্র দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

চলচ্চিত্রটি দেখতে আসা দর্শকরা বলছেন, চলচ্চিত্র দেখানোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ এটি।

কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার সেই কাজ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে। অ্যনিমেশন ফিল্ম ‘আমাদের ছোট রাসেল সোনা’ এর সহ-প্রযোজক এবং বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

ট্যাগস

বগুড়ায় সপ্তাহব্যাপী বিনা মূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

আপডেট সময় ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বগুড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমার সপ্তাহব্যাপী বিনা মূল্যে প্রদর্শন শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।

২০ অক্টোবর শুক্রবার বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনা মূল্যে প্রদর্শনী শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনা মূল্যে সিনেমাটির প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্নস্তরের রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করব, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’

মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।’

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি ও জনসাধারণ নিয়ে হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন তিনি। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয়, দলমত নির্বিশেষে বগুড়া এবং সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের জন্য মধুবন সিনেপ্লেক্সে ৭ দিনব্যাপী চলচ্চিত্রটি বিনা মূল্যে প্রদর্শন করা হবে।

২১ অক্টোবর শনিবার থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২ থেকে ৩টা এবং ৩ থোকে ৬টার শো বিনা মূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।

সারিয়াকান্দি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ও সোনাতলা পৌরসভা ভবনের সামনে থেকে এবং পাকুল্লা সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ মাঠ চত্বর থেকে প্রতিদিন চলচ্চিত্র দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

চলচ্চিত্রটি দেখতে আসা দর্শকরা বলছেন, চলচ্চিত্র দেখানোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ এটি।

কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ছিলেন। তার সেই কাজ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে। অ্যনিমেশন ফিল্ম ‘আমাদের ছোট রাসেল সোনা’ এর সহ-প্রযোজক এবং বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।