ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের কোন কাজ একেবারেই পছন্দ করেন না পুরুষরা?

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • 233

নারী-পুরুষ উভয়েরই পছন্দ-অপছন্দে ভিন্নতা থাকা স্বাভাবিক। আবার উভয়েরই অভ্যাস, ব্যবহার, ধারণাও থাকে ভিন্ন।

হয়তো একজন নারী যা পছন্দ করেন, ঠিক তার পুরুষ সঙ্গীর পছন্দ উল্টোটি। আর এসব মিল-অমিল নিয়েই প্রত্যেই সংসার করেন কিংবা সম্পর্ক গড়ে তোলেন।

তবে অনেক পুরুষই নারীর কয়েকটি কাজ একেবারেই পছন্দ করেন না। আর তা হয়তো অনেক নারী সঙ্গী জানেনও না। চলুন তবে জেনে নেওয়া যাক নারীদের কোন কাজগুলো অধিকাংশ পুরুষই অপছন্দ করেন?

নারীরা নিজেদের মনের কথা ভাগ করে নিতে পছন্দ করেন পুরুষ সঙ্গীর সঙ্গে। তবে অনেক পুরুষই ফোনে কিংবা সামনাসামনি সঙ্গীর মনের কথা দীর্ঘক্ষণ শুনতে পছন্দ করেন না। বিষয়টি যদিও অনেক পুরুষই সঙ্গীকে বুঝতে দেন না।

যে কোনো সম্পর্কে সামাজিক ভাবেই পুরুষরা ক্ষমতায় থাকবেন, এমনই ধরে নেওয়া হয়। তা হোক সে অর্থ কিংবা ক্ষমতায়।

এ কারণে নারীরা যদি সম্পর্ক নিয়ন্ত্রণ করেন তাহলে পুরুষরা তা অপছন্দ করেন। হয়তো সব সময় সবাই তা স্বীকার করেন না, তবে ক্ষমতাই হয়ে ওঠে বহু সম্পর্কে ভাঙনের কারণ।

মনের কথা মুখে না আনার প্রবণতাও অনেক ক্ষেত্রে হয়রান করে পুরুষদের। অনেক নারীই আশা করেন তার মনের কথা বুঝবেন সঙ্গী।

তবে অনেকেই সঙ্গীর মনে কথা ধরতে পারেন না। ফলে দাম্পত্যে অশান্তির সৃষ্টি হয়। নারীদের এমন আশা মনে পুষে রাখার বিষয়টিও পছন্দ করেন না অনেক পুরুষ।

ট্যাগস

নারীদের কোন কাজ একেবারেই পছন্দ করেন না পুরুষরা?

আপডেট সময় ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

নারী-পুরুষ উভয়েরই পছন্দ-অপছন্দে ভিন্নতা থাকা স্বাভাবিক। আবার উভয়েরই অভ্যাস, ব্যবহার, ধারণাও থাকে ভিন্ন।

হয়তো একজন নারী যা পছন্দ করেন, ঠিক তার পুরুষ সঙ্গীর পছন্দ উল্টোটি। আর এসব মিল-অমিল নিয়েই প্রত্যেই সংসার করেন কিংবা সম্পর্ক গড়ে তোলেন।

তবে অনেক পুরুষই নারীর কয়েকটি কাজ একেবারেই পছন্দ করেন না। আর তা হয়তো অনেক নারী সঙ্গী জানেনও না। চলুন তবে জেনে নেওয়া যাক নারীদের কোন কাজগুলো অধিকাংশ পুরুষই অপছন্দ করেন?

নারীরা নিজেদের মনের কথা ভাগ করে নিতে পছন্দ করেন পুরুষ সঙ্গীর সঙ্গে। তবে অনেক পুরুষই ফোনে কিংবা সামনাসামনি সঙ্গীর মনের কথা দীর্ঘক্ষণ শুনতে পছন্দ করেন না। বিষয়টি যদিও অনেক পুরুষই সঙ্গীকে বুঝতে দেন না।

যে কোনো সম্পর্কে সামাজিক ভাবেই পুরুষরা ক্ষমতায় থাকবেন, এমনই ধরে নেওয়া হয়। তা হোক সে অর্থ কিংবা ক্ষমতায়।

এ কারণে নারীরা যদি সম্পর্ক নিয়ন্ত্রণ করেন তাহলে পুরুষরা তা অপছন্দ করেন। হয়তো সব সময় সবাই তা স্বীকার করেন না, তবে ক্ষমতাই হয়ে ওঠে বহু সম্পর্কে ভাঙনের কারণ।

মনের কথা মুখে না আনার প্রবণতাও অনেক ক্ষেত্রে হয়রান করে পুরুষদের। অনেক নারীই আশা করেন তার মনের কথা বুঝবেন সঙ্গী।

তবে অনেকেই সঙ্গীর মনে কথা ধরতে পারেন না। ফলে দাম্পত্যে অশান্তির সৃষ্টি হয়। নারীদের এমন আশা মনে পুষে রাখার বিষয়টিও পছন্দ করেন না অনেক পুরুষ।