ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • 150

নিজের বোকামিতে আউট মুশফিক, কাইল জেমিনসনের বল হাত দিয়ে ঠেলে আউট হলেন মুশফিকুর রহিম। ক্রিকেটের অভিধানে এই আউটকে বলা হয়েছে ‘হ্যান্ডলড দ্য বল।’ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।

কাইল জেমিসনের স্টাম্পের ওপর করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক। সঙ্গে সঙ্গেই আবেদন করেন জেমিসন। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।

মুশফিকের বিদায়ে ভাঙল ১৫৪ বল স্থায়ী ৫৭ রানের জুটি। আউটের আগে ৮৩ বলে এক ছক্কা ও তিন চারে ৩৫ রান করেন মুশফিক।

৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ খেলছেন ৬ রানে। শাহাদাত হোসেন অপরাজিত ২৫ রানে।

মুশফিক-শাহাদাতের ব্যাটে পঞ্চাশ রানের জুটি
পঞ্চাশ রানেই চার উইকেট হারানোর পর জুটি বেঁধেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন দিপু। এই দুজনের ব্যাটে দলীয় ৫০ পার করা বাংলাদেশ এবার পেল জুটির পঞ্চাশ। মুশফিক-শাহাদাতের মিলে গড়েছেন ৫০ রানের জুটী। সেই সঙ্গে দলীয় রানের ঘর পার করেছেন ১০০।

এজাজ প্যাটেলের বলে প্রিয় স্লগ সুইপে ছক্কা মারলেন মুশফিকুর রহিম। ম্যাচের প্রথম ছক্কা! স্ট্রাইক পাওয়ার পর ওভারের শেষ বলে ২ রান নিলেন শাহাদাত হোসেন। দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ। ক্যারিয়ারের দুই প্রান্তে থাকা দুই ব্যাটসম্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ১৩৮ বলে। সেখানে শাহাদাতের অবদান ৬৮ বল ২১। অভিজ্ঞ মুশফিকের অবদান ২৯ রান।

এখন পর্যন্ত ৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৩ রান। মুশফিক ৩৪ ও শাহাদাত ২১ রান নিয়ে ব্যাট করছেন।

ট্যাগস

‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক

আপডেট সময় ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

নিজের বোকামিতে আউট মুশফিক, কাইল জেমিনসনের বল হাত দিয়ে ঠেলে আউট হলেন মুশফিকুর রহিম। ক্রিকেটের অভিধানে এই আউটকে বলা হয়েছে ‘হ্যান্ডলড দ্য বল।’ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।

কাইল জেমিসনের স্টাম্পের ওপর করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক। সঙ্গে সঙ্গেই আবেদন করেন জেমিসন। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।

মুশফিকের বিদায়ে ভাঙল ১৫৪ বল স্থায়ী ৫৭ রানের জুটি। আউটের আগে ৮৩ বলে এক ছক্কা ও তিন চারে ৩৫ রান করেন মুশফিক।

৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ খেলছেন ৬ রানে। শাহাদাত হোসেন অপরাজিত ২৫ রানে।

মুশফিক-শাহাদাতের ব্যাটে পঞ্চাশ রানের জুটি
পঞ্চাশ রানেই চার উইকেট হারানোর পর জুটি বেঁধেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন দিপু। এই দুজনের ব্যাটে দলীয় ৫০ পার করা বাংলাদেশ এবার পেল জুটির পঞ্চাশ। মুশফিক-শাহাদাতের মিলে গড়েছেন ৫০ রানের জুটী। সেই সঙ্গে দলীয় রানের ঘর পার করেছেন ১০০।

এজাজ প্যাটেলের বলে প্রিয় স্লগ সুইপে ছক্কা মারলেন মুশফিকুর রহিম। ম্যাচের প্রথম ছক্কা! স্ট্রাইক পাওয়ার পর ওভারের শেষ বলে ২ রান নিলেন শাহাদাত হোসেন। দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ। ক্যারিয়ারের দুই প্রান্তে থাকা দুই ব্যাটসম্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ১৩৮ বলে। সেখানে শাহাদাতের অবদান ৬৮ বল ২১। অভিজ্ঞ মুশফিকের অবদান ২৯ রান।

এখন পর্যন্ত ৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৩ রান। মুশফিক ৩৪ ও শাহাদাত ২১ রান নিয়ে ব্যাট করছেন।