জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো কথা বলি নাই। আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নাই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন করেছি।