ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

খাজার পাশে কামিন্স ফিলিস্তিন ইস্যুতে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 110

ফিলিস্তিনির সমর্থনে পার্থ টেস্টে নিজের কেডসে বিশেষ বার্তা নিয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা। সেটার জন্য অবশ্য পরবর্তীতে আইসিসি তাকে ভর্ৎসনা করে।

এরপর আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টেও তিনি শান্তির প্রতীক হিসেবে বিবেচিত জলপাই-এর পাতা মুখে কালো রঙের ঘুঘু পাখির স্টিকার ব্যাট ও কেডসে লাগিয়ে মাঠে নামতে চেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড় অ্যাসোসিয়েশন থেকেও সেটার অনুমতিও নিয়েছিলেন। কিন্তু আবারও বাঁধ সাধে আইসিসি। সংস্থাটি খাজাকে ঘুঘু পাখি কিংবা জলপাই ডালের স্টিকার ব্যাটে কিংবা কেডসে লাগিয়ে মাঠে নামতে অনুমতি দিবে না।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে তিনি মানবিক কাজ ও প্রচারণায় খাজার পাশে থাকার কথা বলেন।

কামিন্স বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই উজির (উসমান খাজার) পাশে আছি। তাকে সমর্থন জানাচ্ছি। সে সেটা বিশ্বাস করে এবং ধারন করে সেটাই প্রচার করার চেষ্টা করছে। আমি মনে করি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সে একটা করছে। গেল সপ্তাহে আমি যেমনটা বলেছিলাম- সব মানুষ এবং তাদের জীবন সমান। আমরা মনে হয় না এই কথাটি আক্রমণাত্মক। আমি ঘুঘু পাখির বিষয়েও একই কথা বলবো। আমি বলবো উজি যা করছে এবং যা করে এসেছে সেক্ষেত্রে তার মাথা উঁচু রাখা উচিত।’

তবে আইসিসির নিয়মের কথাও বলেছেন অজি অধিনায়ক, ‘তবে অবশ্যই কিছু নির্ধারিত নিয়ম আছে। আইসিসি বলেছে তারা এটার অনুমোদন দিবে না। তারা নিয়ম বানিয়েছে এবং আপনাকে সেটা মেনে নিতে হবে।’

ট্যাগস

খাজার পাশে কামিন্স ফিলিস্তিন ইস্যুতে

আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ফিলিস্তিনির সমর্থনে পার্থ টেস্টে নিজের কেডসে বিশেষ বার্তা নিয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা। সেটার জন্য অবশ্য পরবর্তীতে আইসিসি তাকে ভর্ৎসনা করে।

এরপর আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টেও তিনি শান্তির প্রতীক হিসেবে বিবেচিত জলপাই-এর পাতা মুখে কালো রঙের ঘুঘু পাখির স্টিকার ব্যাট ও কেডসে লাগিয়ে মাঠে নামতে চেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড় অ্যাসোসিয়েশন থেকেও সেটার অনুমতিও নিয়েছিলেন। কিন্তু আবারও বাঁধ সাধে আইসিসি। সংস্থাটি খাজাকে ঘুঘু পাখি কিংবা জলপাই ডালের স্টিকার ব্যাটে কিংবা কেডসে লাগিয়ে মাঠে নামতে অনুমতি দিবে না।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে তিনি মানবিক কাজ ও প্রচারণায় খাজার পাশে থাকার কথা বলেন।

কামিন্স বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই উজির (উসমান খাজার) পাশে আছি। তাকে সমর্থন জানাচ্ছি। সে সেটা বিশ্বাস করে এবং ধারন করে সেটাই প্রচার করার চেষ্টা করছে। আমি মনে করি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সে একটা করছে। গেল সপ্তাহে আমি যেমনটা বলেছিলাম- সব মানুষ এবং তাদের জীবন সমান। আমরা মনে হয় না এই কথাটি আক্রমণাত্মক। আমি ঘুঘু পাখির বিষয়েও একই কথা বলবো। আমি বলবো উজি যা করছে এবং যা করে এসেছে সেক্ষেত্রে তার মাথা উঁচু রাখা উচিত।’

তবে আইসিসির নিয়মের কথাও বলেছেন অজি অধিনায়ক, ‘তবে অবশ্যই কিছু নির্ধারিত নিয়ম আছে। আইসিসি বলেছে তারা এটার অনুমোদন দিবে না। তারা নিয়ম বানিয়েছে এবং আপনাকে সেটা মেনে নিতে হবে।’