ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের গণসংযোগ কর্মসূচি বাড়‌লো দুই ‌দিন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 115

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃ‌তি‌তে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম নতুন এ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

বিবৃতিতে এটিএম মাছুম বলেন, বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকে নির্বাচনের নাটক মঞ্চ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নেবে না। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ট্যাগস

জামায়াতের গণসংযোগ কর্মসূচি বাড়‌লো দুই ‌দিন

আপডেট সময় ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃ‌তি‌তে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম নতুন এ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

বিবৃতিতে এটিএম মাছুম বলেন, বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকে নির্বাচনের নাটক মঞ্চ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নেবে না। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।