ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দক্ষিণ আফ্রিকার

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 167

আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই জের ধরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গেল দক্ষিণ আফ্রিকা।

আনাদোলু এক প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) তেল আবিবের বিরুদ্ধে এ আইনি প্রক্রিয়া শুরু করেছে কেপটাউন। আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে দেশটি।

আইসিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ‘গণহত্যা ও যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের’ অভিযোগ তুলে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা বলছে, উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশকে জাতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।

গাজায় ফিলিস্তিনিদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের আনা হয়েছে ওই আবেদনে।

আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের মীমাংসা করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের মতো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয়ই আইসিজের আওতাধীন।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১ হাজার ৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ছাড়িয়ে গেছে ৫৫ হাজার। নিখোঁজ আছেন আরো হাজার হাজার মানুষ। এছাড়া প্রায় ১৯ লাখ জনসংখ্যার ছিটমহল গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত।

ট্যাগস

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দক্ষিণ আফ্রিকার

আপডেট সময় ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই জের ধরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গেল দক্ষিণ আফ্রিকা।

আনাদোলু এক প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) তেল আবিবের বিরুদ্ধে এ আইনি প্রক্রিয়া শুরু করেছে কেপটাউন। আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে দেশটি।

আইসিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ‘গণহত্যা ও যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের’ অভিযোগ তুলে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা বলছে, উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশকে জাতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।

গাজায় ফিলিস্তিনিদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের আনা হয়েছে ওই আবেদনে।

আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের মীমাংসা করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের মতো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয়ই আইসিজের আওতাধীন।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১ হাজার ৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ছাড়িয়ে গেছে ৫৫ হাজার। নিখোঁজ আছেন আরো হাজার হাজার মানুষ। এছাড়া প্রায় ১৯ লাখ জনসংখ্যার ছিটমহল গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত।