প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারলো না দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের সেঞ্চুরির পর তারা গুটিয়ে গেল মাত্র ১৭৬ রানে। তাতে ৭৯ রানের মামুলি টার্গেট পেলো ভারত।
প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৩ রান করে ভারত। ৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলে প্রথম দিন শেষ করে।
আজ দ্বিতীয় দিনে চলে আসা-যাওয়ার মিছিল। কিন্তু একপ্রান্ত আগলে লড়ছিলেন মার্করাম। তিনি ৯৯ বলে ১৬টি চার ও ২ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন। দলীয় ১৬২ রানের মাথায় তিনি আউট হন। ১০৩ বল খেলে ১৭টি চার ও ২ ছক্কায় ১০৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর ১৭৬ রানের মধ্যে গুটিয়ে যায় স্বাগতিকরা।
বল হাতে জাসপ্রিত বুমরাহ ১৩.৫ ওভার বল করে ৬১ রান দিয়ে নেন ৬টি উইকেট। এছাড়া মুকেশ কুমার ২টি এবং মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা ১টি করে উইকেট নেন।