ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 130

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, কিন্তু সেখানে কতটুকু মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আছে তা সবাই জানে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের প্রত্যাখান করেছে। জনগণ নির্বিঘ্নে ভোট দিয়েছে। ভোটপ্রদানে কোনো রকম ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি।

এছাড়া শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষ উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেন কাদের। ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, কিন্তু সেখানে কতটুকু মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আছে তা সবাই জানে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের প্রত্যাখান করেছে। জনগণ নির্বিঘ্নে ভোট দিয়েছে। ভোটপ্রদানে কোনো রকম ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি।

এছাড়া শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষ উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেন কাদের। ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।