ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 166

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, কিন্তু সেখানে কতটুকু মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আছে তা সবাই জানে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের প্রত্যাখান করেছে। জনগণ নির্বিঘ্নে ভোট দিয়েছে। ভোটপ্রদানে কোনো রকম ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি।

এছাড়া শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষ উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেন কাদের। ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ট্যাগস

ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, কিন্তু সেখানে কতটুকু মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আছে তা সবাই জানে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের প্রত্যাখান করেছে। জনগণ নির্বিঘ্নে ভোট দিয়েছে। ভোটপ্রদানে কোনো রকম ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি।

এছাড়া শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষ উচ্ছ্বসিত বলেও মন্তব্য করেন কাদের। ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।