ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ফোনে মোদির অভিনন্দন, সম্পর্ক জোরদারের বার্তা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 104

টানা চতুর্থবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠায় বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

নরেন্দ্র মোদি তাঁর এক্স বার্তায় লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টির জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’

মোদি লিখেছেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সফলভাবে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য তাঁর দেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে জনগণকে কেন্দ্রে রেখে যে অংশীদারত্ব, তা আরও শক্তিশালী করার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’

এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সোমবার একটি চিঠিও পাঠিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী।

ট্যাগস

প্রধানমন্ত্রীকে ফোনে মোদির অভিনন্দন, সম্পর্ক জোরদারের বার্তা

আপডেট সময় ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

টানা চতুর্থবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠায় বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

নরেন্দ্র মোদি তাঁর এক্স বার্তায় লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টির জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’

মোদি লিখেছেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সফলভাবে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য তাঁর দেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে জনগণকে কেন্দ্রে রেখে যে অংশীদারত্ব, তা আরও শক্তিশালী করার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’

এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সোমবার একটি চিঠিও পাঠিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী।