ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেলেন ট্রাম্পের শাশুড়ি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • 158

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মা আমালিজা নাভস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মেলানিয়া ট্রাম্প এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

গভীর দুঃখ প্রকাশ করে মেলানিয়া ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমালিজা নাভস একজন শক্তিশালী নারী ছিলেন যিনি সর্বদা মানুষের প্রতি করুণা ও সহমর্মিতা দেখিয়েছেন। তিনি সব সময় আত্মসম্মান বজায় রেখে জীবন-যাপন করেছেন।

মেলানিয়া ওই বিবৃতিতে তার মায়ের মৃত্যুর কারণ পরিষ্কারভাবে জানাননি। তবে এর আগে চলতি মাসে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে, তার শাশুড়ি খুব অসুস্থ।

মঙ্গলবার রাতে দেওয়া বিবৃতিতে মেলানিয়া জানান, তার মা পুরোপুরি স্বামী, মেয়ে, জামাই এবং নাতি-নাতনির প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বলেন, আমরা তাকে খুব মিস করবো। তার প্রতি সব সময়ই আমাদের সম্মান এবং ভালোবাসা থাকবে।

স্লোভেনিয়া বংশোদ্ভূত আমালিজা নাভস এবং তার স্বামী ভিক্টর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। গত মাসে পাম বীচের মার-এ-লাগোতে ট্রাম্প পরিবারের ক্রিসমাস উদযাপনের ছবিতে মেলানিয়াকে দেখা যায়নি। সে সময়ই জানা যায় যে, তিনি তার অসুস্থ মায়ের দেখাশুনার জন্য তার সঙ্গে অবস্থান করছেন।

ট্যাগস

মারা গেলেন ট্রাম্পের শাশুড়ি

আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মা আমালিজা নাভস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মেলানিয়া ট্রাম্প এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

গভীর দুঃখ প্রকাশ করে মেলানিয়া ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমালিজা নাভস একজন শক্তিশালী নারী ছিলেন যিনি সর্বদা মানুষের প্রতি করুণা ও সহমর্মিতা দেখিয়েছেন। তিনি সব সময় আত্মসম্মান বজায় রেখে জীবন-যাপন করেছেন।

মেলানিয়া ওই বিবৃতিতে তার মায়ের মৃত্যুর কারণ পরিষ্কারভাবে জানাননি। তবে এর আগে চলতি মাসে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে, তার শাশুড়ি খুব অসুস্থ।

মঙ্গলবার রাতে দেওয়া বিবৃতিতে মেলানিয়া জানান, তার মা পুরোপুরি স্বামী, মেয়ে, জামাই এবং নাতি-নাতনির প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বলেন, আমরা তাকে খুব মিস করবো। তার প্রতি সব সময়ই আমাদের সম্মান এবং ভালোবাসা থাকবে।

স্লোভেনিয়া বংশোদ্ভূত আমালিজা নাভস এবং তার স্বামী ভিক্টর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। গত মাসে পাম বীচের মার-এ-লাগোতে ট্রাম্প পরিবারের ক্রিসমাস উদযাপনের ছবিতে মেলানিয়াকে দেখা যায়নি। সে সময়ই জানা যায় যে, তিনি তার অসুস্থ মায়ের দেখাশুনার জন্য তার সঙ্গে অবস্থান করছেন।