ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • 249

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুযারি) দুপুরের পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভা শুরু হয়েছে। জনসভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটায় মঞ্চে উঠেন।

মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে ঢাকা ও তার আশপাশ জেলার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসেন।

দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেইট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেন।

সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেইট, টিএসসি সংলগ্ন গেইট, রমনা কালিমন্দিরের গেইট, তিন নেতার মাজার গেইট দিয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইটটি ভিআইপিদের প্রবেশের জন্য রাখা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানীতে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ, যা কার্যত দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে।

এবারের ভোটে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুযারি) দুপুরের পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভা শুরু হয়েছে। জনসভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটায় মঞ্চে উঠেন।

মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে ঢাকা ও তার আশপাশ জেলার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসেন।

দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেইট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেন।

সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেইট, টিএসসি সংলগ্ন গেইট, রমনা কালিমন্দিরের গেইট, তিন নেতার মাজার গেইট দিয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইটটি ভিআইপিদের প্রবেশের জন্য রাখা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানীতে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ, যা কার্যত দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে।

এবারের ভোটে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।