ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখালেন গৌরি খান

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 118

প্রথমবারের মতো রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখালেন বলিউড সিনেমার প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খান। ভারতের মুম্বাইয়ে ‘তরি’ নামে চালু করেছেন রেস্তোরাঁটি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন শাহরুখ পত্নী।

এনডিটিভি জানিয়েছে, উদ্বোধনী দিনে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু গৌরির বর বলিউড বাদশা শাহরুখ খান লঞ্চিং অনুষ্ঠানে থাকতে পারেননি। বলিউডের একঝাঁক তারকা অনুষ্ঠানকে আলোকিত করেন। এ তালিকায় রয়েছেন— করন জোহর, সঞ্জয় কাপুর, সুজান খান, মহীপ কাপুর, চাঙ্কি পাণ্ডে প্রমুখ।

গৌরি খান বলিউডের অনেক বড় বড় তারকার বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। নিজের বিলাসবহুল রেস্তোরাঁর ডিজাইনও তিনি করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়ছে।

কয়েক দিন আগে ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন গৌরি খান। এ আলাপচারিতায় তার রেস্তোরাঁর খাবারের মেন্যুর বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে গৌরি খান বলেন, ‘সব রকমের সুশি রয়েছে। বিশেষ করে ডার্টি তরি, দ্য ব্ল্যাক কোড, দ্য গ্রিন থাই কারি, চিকেন স্লাইডার এবং ডেজার্টের জন্য ট্রেস লেচেস ও চুরোস।’

ট্যাগস

রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখালেন গৌরি খান

আপডেট সময় ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

প্রথমবারের মতো রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখালেন বলিউড সিনেমার প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খান। ভারতের মুম্বাইয়ে ‘তরি’ নামে চালু করেছেন রেস্তোরাঁটি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন শাহরুখ পত্নী।

এনডিটিভি জানিয়েছে, উদ্বোধনী দিনে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু গৌরির বর বলিউড বাদশা শাহরুখ খান লঞ্চিং অনুষ্ঠানে থাকতে পারেননি। বলিউডের একঝাঁক তারকা অনুষ্ঠানকে আলোকিত করেন। এ তালিকায় রয়েছেন— করন জোহর, সঞ্জয় কাপুর, সুজান খান, মহীপ কাপুর, চাঙ্কি পাণ্ডে প্রমুখ।

গৌরি খান বলিউডের অনেক বড় বড় তারকার বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। নিজের বিলাসবহুল রেস্তোরাঁর ডিজাইনও তিনি করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়ছে।

কয়েক দিন আগে ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন গৌরি খান। এ আলাপচারিতায় তার রেস্তোরাঁর খাবারের মেন্যুর বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে গৌরি খান বলেন, ‘সব রকমের সুশি রয়েছে। বিশেষ করে ডার্টি তরি, দ্য ব্ল্যাক কোড, দ্য গ্রিন থাই কারি, চিকেন স্লাইডার এবং ডেজার্টের জন্য ট্রেস লেচেস ও চুরোস।’