ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় প্লেব্যাক গায়িকা, অভিনেত্রী মাঙ্গলি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 145

ভারতীয় প্লেব্যাক গায়িকা, অভিনেত্রী মাঙ্গলি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত ১৫ মার্চ হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ সড়ক দুর্ঘটনায় গায়িকা মাঙ্গলির গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গুরুতর কোনো আঘাত পাননি মাঙ্গলি। তার সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তিও সুস্থ আছেন। ইন্ডিয়ান প্যানাল কোড ২৭৯ ধারায় এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। এ গানের কন্নর ভার্সন গেয়েছেন মাঙ্গলি।

এছাড়াও মাঙ্গলির গাওয়া আলোচিত গানগুলোর অন্যতম হলো— ‘রামুলু রামুলা’, ‘জলা রেড্ডি’, ‘জিন্দা বান্দা’ প্রভৃতি।

ট্যাগস

ভারতীয় প্লেব্যাক গায়িকা, অভিনেত্রী মাঙ্গলি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন

আপডেট সময় ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

ভারতীয় প্লেব্যাক গায়িকা, অভিনেত্রী মাঙ্গলি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত ১৫ মার্চ হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ সড়ক দুর্ঘটনায় গায়িকা মাঙ্গলির গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গুরুতর কোনো আঘাত পাননি মাঙ্গলি। তার সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তিও সুস্থ আছেন। ইন্ডিয়ান প্যানাল কোড ২৭৯ ধারায় এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। এ গানের কন্নর ভার্সন গেয়েছেন মাঙ্গলি।

এছাড়াও মাঙ্গলির গাওয়া আলোচিত গানগুলোর অন্যতম হলো— ‘রামুলু রামুলা’, ‘জলা রেড্ডি’, ‘জিন্দা বান্দা’ প্রভৃতি।