ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে শীঘ্রই হ্যারি পটারের পণ্য চালু করবে মিনিসো

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • 92

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান মিনিসো খুব শীঘ্রই বাংলাদেশে হ্যারি পটারের পণ্যসমূহ বিক্রয় শুরু করতে যাচ্ছে। বর্তমান সময়ে বৈশ্বিক পর্যায়ে আইপি ( ইন্টেলেকচুয়াল প্রপার্টি) পণ্য নিয়ে কাজ করা সবচেয়ে জনপ্রিয় ব্রান্ড হ্যারি পটারের সঙ্গে এ নিয়ে যৌথভাবে কাজ করছে মিনিসো।

সম্প্রতি মিনিসোর গ্লোবাল ফ্র্যাঞ্চাইজির এক সভায় ঘোষণা দেওয়া হয়, ওয়ার্নার ব্রাদারের হ্যারি পটার পণ্যসমূহ শীঘ্রই বাংলাদেশ সহ সারাবিশ্বে মিনিসোর স্টোরগুলিতে পাওয়া যাবে। চলতি বছরের শরত মৌসুমে বাংলাদেশের গ্রাহকদের হাতের নাগালে চলে আসবে এসব পণ্য। যদিও আইপি পণ্য সর্বদা ব্যয়বহুল কিন্তু মিনিসো তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় আইপি পণ্য বিক্রেতা হয়ে উঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এমন পরিকল্পনা গ্রহণ করেছে।‌

ডিজনি, মার্ভেল, কোকা-কোলা, পোকেমন, নারুটো, মিনিয়নস এবং আরও অনেক পন্যের সঙ্গে যোগ হচ্ছে এক্স হ্যারি পটার পণ্য । মিনিসো জানিয়েছে হ্যারি পটার পণ্যসমূহ একটি এক্সক্লুসিভ ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের বাজারে ছাড়া হবে যা গ্রাহকদের চমৎকার অভিজ্ঞতা দেবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে শীঘ্রই হ্যারি পটারের পণ্য চালু করবে মিনিসো

আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান মিনিসো খুব শীঘ্রই বাংলাদেশে হ্যারি পটারের পণ্যসমূহ বিক্রয় শুরু করতে যাচ্ছে। বর্তমান সময়ে বৈশ্বিক পর্যায়ে আইপি ( ইন্টেলেকচুয়াল প্রপার্টি) পণ্য নিয়ে কাজ করা সবচেয়ে জনপ্রিয় ব্রান্ড হ্যারি পটারের সঙ্গে এ নিয়ে যৌথভাবে কাজ করছে মিনিসো।

সম্প্রতি মিনিসোর গ্লোবাল ফ্র্যাঞ্চাইজির এক সভায় ঘোষণা দেওয়া হয়, ওয়ার্নার ব্রাদারের হ্যারি পটার পণ্যসমূহ শীঘ্রই বাংলাদেশ সহ সারাবিশ্বে মিনিসোর স্টোরগুলিতে পাওয়া যাবে। চলতি বছরের শরত মৌসুমে বাংলাদেশের গ্রাহকদের হাতের নাগালে চলে আসবে এসব পণ্য। যদিও আইপি পণ্য সর্বদা ব্যয়বহুল কিন্তু মিনিসো তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় আইপি পণ্য বিক্রেতা হয়ে উঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এমন পরিকল্পনা গ্রহণ করেছে।‌

ডিজনি, মার্ভেল, কোকা-কোলা, পোকেমন, নারুটো, মিনিয়নস এবং আরও অনেক পন্যের সঙ্গে যোগ হচ্ছে এক্স হ্যারি পটার পণ্য । মিনিসো জানিয়েছে হ্যারি পটার পণ্যসমূহ একটি এক্সক্লুসিভ ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের বাজারে ছাড়া হবে যা গ্রাহকদের চমৎকার অভিজ্ঞতা দেবে।