ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বেঙ্গালুরু ভ্রমণে যে ৫ বিচে ঘুরে আসতে ভুলবেন না

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 46

সমুদ্রের বুকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখতে বিচলাভাররা ভিড় করেন দেশ-বিদেশের বিভিন্ন সমুদ্রসৈকতে। ঠিক তেমনই ভারতের বেঙ্গালুরু শহরের আশপাশের জনপ্রিয় ৫ সমুদ্রসৈকতে গেলে আপনি সমুদ্রের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

প্যারাডাইস বিচ
প্যারাডাইস বা স্বর্গের নামে বিচের নামকরণ একটুও অযৌক্তিক নয়। সৈকতপ্রেমীদের জন্য জায়গাটি সত্যিকার অর্থেই স্বর্গের মতো। ভবিষ্যতের জন্য চমৎকার স্মৃতি জমা করতে স্থানটি ভ্রমণ করুন ও প্রকৃতিতে জমা থাকা বিস্ময়গুলো আবিষ্কার করুন।

এই স্থান সম্পর্কিত একটি উল্লেখযোগ্য তথ্য হলো এখানে পৌঁছতে হলে আপনাকে নৌকায় চড়ে চুনাম্বার ব্যাকওয়াটার্স অতিক্রম করতে হবে যেটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

মেরিনা বিচ
ভারতের সবচেয়ে আকর্ষণীয় বিচগুলোর একটি হলো মেরিনা বিচ। বঙ্গোপসাগর বরাবর ভারতের তামিলনাডু রাজ্যের অন্তর্গত বিচটি ভারতের দীর্ঘতম প্রাকৃতিক শহুরে বিচ।

স্থানটির বাহ্যিক সৌন্দর্য পর্যটকদের বারবার হাতছানি দিয়ে ডাকে। এই সমুদ্রসৈকতে সূর্যাস্তের চোখ ধাঁধাঁনো দৃশ্য সারাজীবন মনে রাখার মতো।

এখানকার পানি অত্যন্ত উত্তাল থাকায় মেরিনা বিচে সাঁতার ও গোসল করাকে নিরুৎসাহিত করা হয়। এখানে আপনি পাবেন সুস্বাদু খাবার বিক্রয়কারী বেশ কয়েকটি ফুড স্টল।

বেকাল বিচ
মালাবার সৈকতে অবস্থিত বেকাল বিচ বেঙ্গালুরুর নিকটবর্তী সবচেয়ে দৃষ্টিনন্দন বিচগুলোর একটি। সড়কপথে ৮ ঘণ্টা ভ্রমণ করেই পৌঁছাতে পারবেন সেখানে।

তবে রাস্তার দু’পাশের নজরকাড়া দৃশ্যও কম উপভোগ্য নয়। বিশাল বেকাল দুর্গ বিচের কাছেই অবস্থিত। এটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে উপভোগ করতে পারবেন।

অরোভিল বিচ
বেঙ্গালুরু থেকে ৬ ঘণ্টার ভ্রমণেই আপনি পৌঁছাতে পারবেন পুদুচেরিতে অবস্থিত শান্ত ও নিরিবিলি এই সৈকতে। ‘অরো বিচ’ নামেও পরিচিত এই দৃষ্টিনন্দন সৈকতের অবস্থান বঙ্গোপসাগরের কোল ঘেঁষে।

এটির নিচু পানি এবং ছোট ছোট ঢেউয়ের কারণে পরম তৃপ্তি নিয়ে সাঁতরাতে পারবেন এখানে। সার্ফিংয়ের জন্য দারুণ এক জায়গা অরোভিল বিচ। এমনিতে নিরিবিলি সৈকত হলেও ছুটির দিনে কিন্তু এটি বেশ ব্যস্ত হয়ে ওঠে।

কারওয়ার বিচ
এই বিচও বেশ জনপ্রিয় এক ভ্রমণ গন্তব্য। বেঙ্গালুরু থেকে সবচেয়ে কাছের বিচগুলোর মধ্যে এটিও একটি। এই বিচ ছাড়াও কাছাকাছি আছে সুপরিচিত তিলমাতি বিচ, মাজালি বিচ, বিনাগা বিচ প্রভৃতি যেগুলোর সৌন্দর্যও আবিষ্কার করতে পারেন।

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন বিচসমূহের কয়েকটি হিসেবে পরিচিতি পাওয়া এই বিচগুলো আপনার বেঙ্গালুরু ভ্রমণসূচিতে আলাদা জায়গা পাবার দাবি রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস

বেঙ্গালুরু ভ্রমণে যে ৫ বিচে ঘুরে আসতে ভুলবেন না

আপডেট সময় ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সমুদ্রের বুকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখতে বিচলাভাররা ভিড় করেন দেশ-বিদেশের বিভিন্ন সমুদ্রসৈকতে। ঠিক তেমনই ভারতের বেঙ্গালুরু শহরের আশপাশের জনপ্রিয় ৫ সমুদ্রসৈকতে গেলে আপনি সমুদ্রের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

প্যারাডাইস বিচ
প্যারাডাইস বা স্বর্গের নামে বিচের নামকরণ একটুও অযৌক্তিক নয়। সৈকতপ্রেমীদের জন্য জায়গাটি সত্যিকার অর্থেই স্বর্গের মতো। ভবিষ্যতের জন্য চমৎকার স্মৃতি জমা করতে স্থানটি ভ্রমণ করুন ও প্রকৃতিতে জমা থাকা বিস্ময়গুলো আবিষ্কার করুন।

এই স্থান সম্পর্কিত একটি উল্লেখযোগ্য তথ্য হলো এখানে পৌঁছতে হলে আপনাকে নৌকায় চড়ে চুনাম্বার ব্যাকওয়াটার্স অতিক্রম করতে হবে যেটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

মেরিনা বিচ
ভারতের সবচেয়ে আকর্ষণীয় বিচগুলোর একটি হলো মেরিনা বিচ। বঙ্গোপসাগর বরাবর ভারতের তামিলনাডু রাজ্যের অন্তর্গত বিচটি ভারতের দীর্ঘতম প্রাকৃতিক শহুরে বিচ।

স্থানটির বাহ্যিক সৌন্দর্য পর্যটকদের বারবার হাতছানি দিয়ে ডাকে। এই সমুদ্রসৈকতে সূর্যাস্তের চোখ ধাঁধাঁনো দৃশ্য সারাজীবন মনে রাখার মতো।

এখানকার পানি অত্যন্ত উত্তাল থাকায় মেরিনা বিচে সাঁতার ও গোসল করাকে নিরুৎসাহিত করা হয়। এখানে আপনি পাবেন সুস্বাদু খাবার বিক্রয়কারী বেশ কয়েকটি ফুড স্টল।

বেকাল বিচ
মালাবার সৈকতে অবস্থিত বেকাল বিচ বেঙ্গালুরুর নিকটবর্তী সবচেয়ে দৃষ্টিনন্দন বিচগুলোর একটি। সড়কপথে ৮ ঘণ্টা ভ্রমণ করেই পৌঁছাতে পারবেন সেখানে।

তবে রাস্তার দু’পাশের নজরকাড়া দৃশ্যও কম উপভোগ্য নয়। বিশাল বেকাল দুর্গ বিচের কাছেই অবস্থিত। এটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে উপভোগ করতে পারবেন।

অরোভিল বিচ
বেঙ্গালুরু থেকে ৬ ঘণ্টার ভ্রমণেই আপনি পৌঁছাতে পারবেন পুদুচেরিতে অবস্থিত শান্ত ও নিরিবিলি এই সৈকতে। ‘অরো বিচ’ নামেও পরিচিত এই দৃষ্টিনন্দন সৈকতের অবস্থান বঙ্গোপসাগরের কোল ঘেঁষে।

এটির নিচু পানি এবং ছোট ছোট ঢেউয়ের কারণে পরম তৃপ্তি নিয়ে সাঁতরাতে পারবেন এখানে। সার্ফিংয়ের জন্য দারুণ এক জায়গা অরোভিল বিচ। এমনিতে নিরিবিলি সৈকত হলেও ছুটির দিনে কিন্তু এটি বেশ ব্যস্ত হয়ে ওঠে।

কারওয়ার বিচ
এই বিচও বেশ জনপ্রিয় এক ভ্রমণ গন্তব্য। বেঙ্গালুরু থেকে সবচেয়ে কাছের বিচগুলোর মধ্যে এটিও একটি। এই বিচ ছাড়াও কাছাকাছি আছে সুপরিচিত তিলমাতি বিচ, মাজালি বিচ, বিনাগা বিচ প্রভৃতি যেগুলোর সৌন্দর্যও আবিষ্কার করতে পারেন।

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন বিচসমূহের কয়েকটি হিসেবে পরিচিতি পাওয়া এই বিচগুলো আপনার বেঙ্গালুরু ভ্রমণসূচিতে আলাদা জায়গা পাবার দাবি রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া