ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • 60

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্টোর রুমের তালা ভেঙে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্টোর রুমে থাকা যন্ত্রপাতি ও ওষুধপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

এ নিয়ে গত এক মাসে তিনবার এই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটল।
এদিকে আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়ায়ে রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসান সাভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্টোর রুমের তালা ভেঙে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখন বলা যাচ্ছে না জানিয়ে হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার জানান, পুরো বিয়ষটি পর্যবেক্ষণ করে তারপর বলতে হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্টোর রুমে আগুন লাগায় এবং দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবস্থা নেওয়ায় আগুন অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এই মেডিক্যাল কলেজ হাসপাতালটিতে গত এক মাসে এ নিয়ে তিনটি অগ্নিকাণ্ড ঘটেছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, হাসপাতালে সরু সিড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ মার্চ হাসপাতালটির মর্গে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ড ঘটে। এরপর ৩১ মার্চ আবারো আগুন লাগার খবর পাওয়া যায়।

ট্যাগস

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্টোর রুমের তালা ভেঙে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্টোর রুমে থাকা যন্ত্রপাতি ও ওষুধপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

এ নিয়ে গত এক মাসে তিনবার এই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটল।
এদিকে আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়ায়ে রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসান সাভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্টোর রুমের তালা ভেঙে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখন বলা যাচ্ছে না জানিয়ে হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার জানান, পুরো বিয়ষটি পর্যবেক্ষণ করে তারপর বলতে হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্টোর রুমে আগুন লাগায় এবং দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবস্থা নেওয়ায় আগুন অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এই মেডিক্যাল কলেজ হাসপাতালটিতে গত এক মাসে এ নিয়ে তিনটি অগ্নিকাণ্ড ঘটেছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, হাসপাতালে সরু সিড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ মার্চ হাসপাতালটির মর্গে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ড ঘটে। এরপর ৩১ মার্চ আবারো আগুন লাগার খবর পাওয়া যায়।