রোজার ঈদের আগে আগে কানাডা গিয়েছিলেন ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সেখানে তাঁর ভাই পড়াশোনা করেন। ভাইয়ের সঙ্গে ঈদ কাটাতে মাকে সঙ্গে নিয়ে দেশটিতে যান হিমি। চেয়েছিলেন ঈদের পরেই দেশে ফিরবেন।
তবে দেশে অত্যধিক গরম পড়ার কারণে ছুটি বাড়ান তিনি। প্রায় দেড় মাস পরে দেশে ফিরেছেন হিমি। বৃহস্পতিবার থেকে ‘আত্মীয়’ ও ‘জামাই শ্বশুরের লড়াই’ নামের দুটি নাটকের শুটিং করেছেন। নাটক দুটি পরিচালনা করেছেন মহিন খান।
দুটি নাটকেই হিমির সঙ্গে আছেন নিলয় আলমগীর। আরো অভিনয় করছেন তারিক আনাম খান, মামুস বাশার, চিত্রলেখা গুহ, মনিরা মিঠুসহ অনেকে।
হিমি বলেন, ‘অভিনয়ে ব্যস্ত হওয়ার পর কখনোই টানা দেড় মাস বিরতি নিইনি। আমার জন্য নির্মাতারা অপেক্ষা করেছেন।
এখন আর বসে থাকার সময় নেই। টানা শুটিংয়ে নামতে হবে। কোরবানির ঈদ পর্যন্ত প্রতিদিনই শুটিং। অনেক নাটকের শিডিউল দিয়ে রেখেছি। প্রথম শুরু করেছি মহিন ভাইয়ের দুটি নাটক দিয়ে, নিলয় ভাইয়ের সঙ্গে।
এই নাটক দুটি পারিবারিক গল্পের আমেজে তৈরি হয়েছে। নিলয় ভাইয়ের সঙ্গে দর্শক আমাকে এই ধরনের গল্পে বেশি পছন্দ করেন। আশা করছি, নাটক দুটি দর্শকদেরও ভালো লাগবে।’
সম্প্রতি হিমি ও নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি ইউটিউবে মাত্র ১৩ দিনে দুই কোটি ভিউ অতিক্রম করেছে। দেশে ফেরার পর নাটকটির টিমের সঙ্গে কেক কেটে উদযাপনও করেছেন তিনি।