ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 148

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় হবে, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে নির্ধারণ হতে যাচ্ছে কোথায় হবে জমজমাট এই আসর।

আসরের ভেন্যু জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র ১ দিন। আগামী সোমবার নিশ্চিত হওয়া যাবে দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের এবারের আসর কোথায় বসবে।

এই আসরের আয়োজক হতে সাফের কাছে আবেদন করেছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তিন দেশ থেকে একটি বেছে নেওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার জাগো নিউজকে বলেন, সোমবার কম্পিটিশন কমিটির সভা হবে ডিজিটাল প্লাটফর্মে। এ সভায় আমরা ভেন্যু ঠিক করে ফেলবো।

২০২২ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সে হিসেবে এবার আয়োজনের জন্য প্রধান দাবিদার বাংলাদেশ।

নেপালে হওয়া আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামবেন সাবিনা-মারিয়ারা।

ট্যাগস

সোমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ

আপডেট সময় ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় হবে, তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে নির্ধারণ হতে যাচ্ছে কোথায় হবে জমজমাট এই আসর।

আসরের ভেন্যু জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র ১ দিন। আগামী সোমবার নিশ্চিত হওয়া যাবে দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের এবারের আসর কোথায় বসবে।

এই আসরের আয়োজক হতে সাফের কাছে আবেদন করেছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তিন দেশ থেকে একটি বেছে নেওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার জাগো নিউজকে বলেন, সোমবার কম্পিটিশন কমিটির সভা হবে ডিজিটাল প্লাটফর্মে। এ সভায় আমরা ভেন্যু ঠিক করে ফেলবো।

২০২২ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সে হিসেবে এবার আয়োজনের জন্য প্রধান দাবিদার বাংলাদেশ।

নেপালে হওয়া আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামবেন সাবিনা-মারিয়ারা।