ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলো ইউএনডিপি’র প্রতিনিধিদল

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 49

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদল। ওয়ালটন হেডকোয়ার্টার্সে আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম প্রত্যক্ষ করেন তারা। পরিদর্শনকালে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে মুগ্ধ হন ইউএনডিপি প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলে ছিলেন—ভুটানে ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ (টিবিসি) মোহাম্মদ ইউনুস, ব্যাংক ব্যুরো ফর পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্টের রিজিওনাল টেকনিক্যাল অ্যাডভাইজার জিয়ে প্যান, প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল এবং প্রোজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ।

সোমবার (১০ জুন, ২০২৪) সকালে চারজনের প্রতিনিধিদলটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন— ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ কুমার বিশ্বাসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

হেডকোয়ার্টার প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। এর পর তারা ওয়ালটনের তৈরী বিভিন্ন পণ্যে সুসজ্জিত ডিসপ্লে সেন্টার প্রত্যক্ষ করেন। পরে অতিথিরা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, সোলার প্যানেল, আর৬০০এ রেফ্রিজারেন্ট প্ল্যান্টসহ বিভিন্ন পণ্যের প্রোডাকশন প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন।

ট্যাগস

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলো ইউএনডিপি’র প্রতিনিধিদল

আপডেট সময় ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদল। ওয়ালটন হেডকোয়ার্টার্সে আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম প্রত্যক্ষ করেন তারা। পরিদর্শনকালে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে মুগ্ধ হন ইউএনডিপি প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলে ছিলেন—ভুটানে ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ (টিবিসি) মোহাম্মদ ইউনুস, ব্যাংক ব্যুরো ফর পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্টের রিজিওনাল টেকনিক্যাল অ্যাডভাইজার জিয়ে প্যান, প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল এবং প্রোজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ।

সোমবার (১০ জুন, ২০২৪) সকালে চারজনের প্রতিনিধিদলটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন— ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ কুমার বিশ্বাসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

হেডকোয়ার্টার প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। এর পর তারা ওয়ালটনের তৈরী বিভিন্ন পণ্যে সুসজ্জিত ডিসপ্লে সেন্টার প্রত্যক্ষ করেন। পরে অতিথিরা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, সোলার প্যানেল, আর৬০০এ রেফ্রিজারেন্ট প্ল্যান্টসহ বিভিন্ন পণ্যের প্রোডাকশন প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন।