ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাজে পারফরম্যান্সের কারণে

শাস্তির মুখে পড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • 88

টি-টোয়েন্টি ২০২৪ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। চলতি আসরে টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। দলের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বছরের নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েও গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটারদের এমন বাজে পারফরমেন্স বিষয়ে কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হবে।

প্রতিবেদেন বলা হয়, বাজে পারফরমেন্সের কারণে বেতন কমতে পারে বাবর আজমদের। তাছাড়া পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়েও কড়াকড়ি নির্দেশনা দিতে পারে পিসিবি।

সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভিকে পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখার জন্য। তারা যে পারিশ্রমিক পান, সেই অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কি না। প্রয়োজনে ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে।’

প্রতিবেদনে জানানো হয়, ‘এ’ ক্যাটাগরিতে থাকা অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পান।

‘বি’ ক্যাটাগরিতে থাকা শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, ফখর জামানরা মাসে ৩০ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান।

‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদরা মাসে ১৫ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান।

ট্যাগস

বাজে পারফরম্যান্সের কারণে

শাস্তির মুখে পড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

আপডেট সময় ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

টি-টোয়েন্টি ২০২৪ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। চলতি আসরে টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। দলের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বছরের নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েও গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটারদের এমন বাজে পারফরমেন্স বিষয়ে কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হবে।

প্রতিবেদেন বলা হয়, বাজে পারফরমেন্সের কারণে বেতন কমতে পারে বাবর আজমদের। তাছাড়া পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়েও কড়াকড়ি নির্দেশনা দিতে পারে পিসিবি।

সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভিকে পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখার জন্য। তারা যে পারিশ্রমিক পান, সেই অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কি না। প্রয়োজনে ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে।’

প্রতিবেদনে জানানো হয়, ‘এ’ ক্যাটাগরিতে থাকা অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পান।

‘বি’ ক্যাটাগরিতে থাকা শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, ফখর জামানরা মাসে ৩০ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান।

‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদরা মাসে ১৫ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান।