ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, চালকসহ নিহত ৪

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 34

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী।

নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোর ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।

পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

ট্যাগস

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, চালকসহ নিহত ৪

আপডেট সময় ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী।

নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোর ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।

পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।