ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 49

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‌‘প্রয়োজন হলে সংসদে আইন পাস হতে পারে আলোচনার মাধ্যমে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে।

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাকে এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত। প্রয়োজনে আজকেই তারা আলোচনায় বসতে রাজি।

একই সঙ্গে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানির তারিখ এগিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

ট্যাগস

কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী

আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‌‘প্রয়োজন হলে সংসদে আইন পাস হতে পারে আলোচনার মাধ্যমে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে।

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাকে এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত। প্রয়োজনে আজকেই তারা আলোচনায় বসতে রাজি।

একই সঙ্গে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানির তারিখ এগিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।