ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাতে আসবেন হাথুরু, আগামীকাল ঢাকায় পৌঁছাবেন মোশতাক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 35

আগেই জানা, আগামী ৩ আগস্ট থেকে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির শেষ ধাপ। তার আগে বাংলাদেশ জাতীয় দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে আসবেন ঢাকায়। এ খবরও আগেই জেনে হয়ে গেছে সবাই।

তবে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামদের কোচ মোশতাক আহমেদ কবে আসবেন- তা জানা ছিল না। যদিও বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস ২ দিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আগে স্পিন কোচ মোশতাকের সার্ভিস পাবে বাংলাদেশের স্পিনাররা।

মোশতাক যে বাংলাদেশের মাটিতেই কোচিং করাবেন, জালাল ইউনুসের কণ্ঠে তার সুস্পষ্ট আভাস ছিল না। বরং বিসিবি ক্রিকেট অপারেশন প্রধানের কথা শুনে মনে হয়েছিল, মোশতাক পাকিস্তানের মাটিতে টাইগার স্পিনারদের কোচিং করাবেন।

কিন্তু আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বিসিবি থেকেই জানা গেল নতুন খবর। মোশতাক আহমেদ বাংলাদেশের মাটিতে অনুশীলন পর্বেই কাজে যোগ দেবেন। সব ঠিক থাকলে আগামীকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছাবেন পাকিস্তানের সাবেক লেগস্পিন গুগলি বোলার ও বাংলাদেশের বর্তমান স্পিন কোচ।

বিসিবি ক্রিকেট অপারেশনের দায়িত্বশীল একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র আরও জানিয়েছে, হেডকোচ হাথুরুসিংহে আর ট্রেনার নিক লি আজ বৃহস্পতিবার রাতেই চলে আসবেন। প্রধান সহকারি কোচ নিক পোথাস আসবেন আগামী শনিবার (৩ আগস্ট)।

শনিবার শেরে বাংলায় শুরু হবে টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। বলে রাখা ভালো যে- মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু সহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগে ভাগেই পাকিস্তান চলে যাবেন। এই ৪ ক্রিকেটার আপাত আর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন না।

আগামী ৪ ও ৫ আগস্ট শেরে বাংলায় ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করবেন মুশফিক ও মুমিনুল। ৬ আগস্ট ওই বহরের সঙ্গেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচ খেলবেন তারা।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট। খেলা হবে ইসলামাবাদে। আগামী ১৬ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ।

এদিকে জাতীয় দল ইসলামাবাদে গিয়ে পৌঁছাবে আগামী ১৬ আগস্ট। ‘এ’ দলের হয়ে প্রথম ৪ দিনের ম্যাচ শেষ করে মুশফিক আর মুমিনুলরা সরাসরি রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।

ট্যাগস

রাতে আসবেন হাথুরু, আগামীকাল ঢাকায় পৌঁছাবেন মোশতাক

আপডেট সময় ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

আগেই জানা, আগামী ৩ আগস্ট থেকে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির শেষ ধাপ। তার আগে বাংলাদেশ জাতীয় দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে আসবেন ঢাকায়। এ খবরও আগেই জেনে হয়ে গেছে সবাই।

তবে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামদের কোচ মোশতাক আহমেদ কবে আসবেন- তা জানা ছিল না। যদিও বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস ২ দিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আগে স্পিন কোচ মোশতাকের সার্ভিস পাবে বাংলাদেশের স্পিনাররা।

মোশতাক যে বাংলাদেশের মাটিতেই কোচিং করাবেন, জালাল ইউনুসের কণ্ঠে তার সুস্পষ্ট আভাস ছিল না। বরং বিসিবি ক্রিকেট অপারেশন প্রধানের কথা শুনে মনে হয়েছিল, মোশতাক পাকিস্তানের মাটিতে টাইগার স্পিনারদের কোচিং করাবেন।

কিন্তু আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বিসিবি থেকেই জানা গেল নতুন খবর। মোশতাক আহমেদ বাংলাদেশের মাটিতে অনুশীলন পর্বেই কাজে যোগ দেবেন। সব ঠিক থাকলে আগামীকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছাবেন পাকিস্তানের সাবেক লেগস্পিন গুগলি বোলার ও বাংলাদেশের বর্তমান স্পিন কোচ।

বিসিবি ক্রিকেট অপারেশনের দায়িত্বশীল একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র আরও জানিয়েছে, হেডকোচ হাথুরুসিংহে আর ট্রেনার নিক লি আজ বৃহস্পতিবার রাতেই চলে আসবেন। প্রধান সহকারি কোচ নিক পোথাস আসবেন আগামী শনিবার (৩ আগস্ট)।

শনিবার শেরে বাংলায় শুরু হবে টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। বলে রাখা ভালো যে- মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু সহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগে ভাগেই পাকিস্তান চলে যাবেন। এই ৪ ক্রিকেটার আপাত আর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন না।

আগামী ৪ ও ৫ আগস্ট শেরে বাংলায় ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করবেন মুশফিক ও মুমিনুল। ৬ আগস্ট ওই বহরের সঙ্গেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচ খেলবেন তারা।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট। খেলা হবে ইসলামাবাদে। আগামী ১৬ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ।

এদিকে জাতীয় দল ইসলামাবাদে গিয়ে পৌঁছাবে আগামী ১৬ আগস্ট। ‘এ’ দলের হয়ে প্রথম ৪ দিনের ম্যাচ শেষ করে মুশফিক আর মুমিনুলরা সরাসরি রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।