চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকেই শেয়ারবাজারে পতন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত তিনদিনের টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে যায় ১৪৪ পয়েন্ট।
এরপর গতকাল বুধবার ডিএসইর সূচক ১০ পয়েন্ট বেড়ে টানা পতনে লাগাম পড়ে। আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও ১০ মিনিটের মাথায় প্রায় ৪২ পয়েন্ট বেড়ে ক্রমাগত পেছনে যেতে থাকে। বেলা ১১টা ১০ মিনিটের আগেই বাজার নেতিবাচক অবস্থানে চলে যায়।
তারপর কিছুক্ষণ সাইড লাইনে ঘুরাফিরার পর সূচক আবারও সামনে যেতে থাকে। বেলা পৌনে ১টা পর্যন্ত সূচক ১০-১৫ পয়েন্ট ওঠা-নামার মধ্যে আসা-যাওয়া করতে থাকে। এরপর বেলা ২টার পর বাজারে ভালো মুভমেন্ট দেখা যায়।
এদিন লেনদেনের শেষভাগে ডিএসইর সূচক ৬৫ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক কমে উত্থান স্থির হয় প্রায় সাড়ে ৫৩ পয়েন্টে।