কলকাতার আরজি কর-কাণ্ড নিয়ে ক্ষোভ ও প্রতিবাদের আগুন ভারতজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ করেছেন টালিউডের তারকারাও। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন বলিউডের তারকারা। প্রতিবাদে উত্তাল ভারতের শীর্ষ এ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
আরজি কর-কাণ্ডে সরব বিজেপির সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, অভিনেত্রী স্বরা ভাস্কর। খুন হওয়া তরুণীর প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। এমন ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন কঙ্গনা এবং স্বরা। আরজি কর-কাণ্ডকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘কলকাতার সরকারি হাসপাতাল আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনা সত্যিই ভয়াবহ। ওই চিকিৎসকের অর্ধনগ্ন দেহ সেমিনার হলে পাওয়া গেছে। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’ এ ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন দেশটির চিকিৎসকেরা। সেই প্রতিবাদের সমর্থণ জানিয়েছেন কঙ্গনা। একই সঙ্গে ন্যায় বিচারের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
একই সুরে প্রতিবাদ জানিয়েছেন স্বরা ভাস্কর। তিনিও অন্যদের মতো অপরাধীদের কঠিন শাস্তি চেয়েছেন। তিনি লিখেছেন, ‘দেশ এখন আর নারীদের জন্য নিরাপদ নয়। আরজি কর-কাণ্ড দেখিয়ে দিল, সমাজ নারীদের এখনো কী চোখে দেখে। এমন মর্মান্তিক ঘটনা যে কোনো বয়সের নারীর জন্যই অবমাননাকর। যে নারী চিকিৎসার মতো সেবায় নিযুক্ত, তারও রেহাই নেই!’
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার ভাষ্য, আরজি কর-কাণ্ড এখন আর শুধু চিকিৎসকদের বিষয় নয়। যে কোনো নারী যখন-তখন এভাবে আক্রান্ত হতে পারেন। নিজের কর্মক্ষেত্রেও তারা আর নিরাপদ নন। তাহলে নারীর নিরাপত্তা কোথায়? পরিণীতি চোপড়া জানিয়েছেন, সংবাদমাধ্যমে ঘটনার কথা পড়েই যদি সবার বুক কাঁপে, তাহলে নিহতের সঙ্গে কতটা ভয়াবহ ঘটনা ঘটেছিল? তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেছেন।
বিজয় ভার্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যারা প্রতিদিন আমাদের যত্ন নেন, তাদের যত্নের কথা একটু ভাবুন। তাদের সুরক্ষিত রাখুন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে সোনাক্ষীও সরব। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ‘নির্ভয়া’র সঙ্গে মৃত চিকিৎসক তরুণীর তুলনা করেছেন এই অভিনেত্রী।
এমন অমানবিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আয়ুষ্মান খুরানা। তার ভাষ্য, এভাবেই এই ধরনের নারকীয় ঘটনা মানবতার পথের অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রতিবাদকারীর তালিকায় রয়েছেন মালাইকা অরোরা, কৃতি খারবান্দা, অনুষা দন্ডেকর প্রমুখ।