ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও আসছেন শাহরুখ-করণ জুটি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 37

নায়ক ও পরিচালক হিসেবে ‌বলিউডে তাদের বন্ধুত্বটা অনেক দিনের। তারা হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও গুণি নির্মাতা করণ জোহর। তারা দুজনে একসঙ্গে যেমন বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তেমনি উপস্থাপনাতেও সফল জুটি হয়ে এসেছেন।

আবারও সময় হয়েছে শাহরুখ-করণ জুটির সেন্স অব হিউমার, খুনসুটিতে মুগ্ধ হওয়ার। তারা আসছেন আগামী ২৭-২৯ সেপ্টেম্বর আবু ধাবিতে হতে যাওয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (আইফা অ্যাওয়ার্ড)- এর উপস্থাপক হয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

২৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে আইফ উৎসব। তিনদিন ধরে চলবে এই আয়োজন। ২৮ সেপ্টেম্বর হবে আইফা পুরস্কার প্রদানের অনুষ্ঠান। ২৯ সেপ্টেম্বর শেষ দিনে হবে আইফা রকস। বলি তারকাদের প্রায় সকলেই ওই তিনদিন আবু ধাবিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঞ্চ মাতাবেন অভিনেতা শাহিদ কাপুরসহ নানা প্রজন্মের তারকারা।

আবারও আইফার মঞ্চে উপস্থাপনা প্রসঙ্গে শাহরুখ বলেন, ‌‘আইফা হল ভারতীয় সিনেমার এমন এক উদযাপন যা সারা বিশ্বে রঙ ছড়ায়। বছরের পর বছর ধরে এই যাত্রার অংশ হওয়া অসাধারণ। আমি আইফার এনার্জি, প্য়াশন এবং মহিমাকে প্রাণ দিতে আবারও তৈরি।’

উপস্থাপনার পাশাপাশি শাহরুখ খানের পারফর্ম করারও কথা রয়েছে। সেইসঙ্গে তিনি পেতে পারেন পুরস্কারও। জওয়ান সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন।

এবার সেরা সিনেমা হিসেবে মনোনীতদের তালিকায় আছে টুয়েলভথ ফেইল, অ্যানিমেল, জাওয়ান, সত্যপ্রেম কি কথা, স্যাম বাহাদুর। সেরা পরিচালকের তালিকায় আছেন অমিত রাই, সন্দীপ রেড্ডি ভাঙা, করণ জোহর, অ্যাটলি, সিদ্ধার্থ আনন্দ, বিধু ভিনোদ চোপড়া। সেরা অভিনেত্রী হিসেবে আছেন আলিয়া ভাট, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদভানি, তাপসী পান্নু। সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন বিক্রান্ত ম্যাসী, রণবীর কাপুর, শাহরুখ খান, রণভীর সিং, ভিকি কৌশলী, সানি দেওল।

ট্যাগস

আবারও আসছেন শাহরুখ-করণ জুটি

আপডেট সময় ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

নায়ক ও পরিচালক হিসেবে ‌বলিউডে তাদের বন্ধুত্বটা অনেক দিনের। তারা হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও গুণি নির্মাতা করণ জোহর। তারা দুজনে একসঙ্গে যেমন বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তেমনি উপস্থাপনাতেও সফল জুটি হয়ে এসেছেন।

আবারও সময় হয়েছে শাহরুখ-করণ জুটির সেন্স অব হিউমার, খুনসুটিতে মুগ্ধ হওয়ার। তারা আসছেন আগামী ২৭-২৯ সেপ্টেম্বর আবু ধাবিতে হতে যাওয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (আইফা অ্যাওয়ার্ড)- এর উপস্থাপক হয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

২৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে আইফ উৎসব। তিনদিন ধরে চলবে এই আয়োজন। ২৮ সেপ্টেম্বর হবে আইফা পুরস্কার প্রদানের অনুষ্ঠান। ২৯ সেপ্টেম্বর শেষ দিনে হবে আইফা রকস। বলি তারকাদের প্রায় সকলেই ওই তিনদিন আবু ধাবিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঞ্চ মাতাবেন অভিনেতা শাহিদ কাপুরসহ নানা প্রজন্মের তারকারা।

আবারও আইফার মঞ্চে উপস্থাপনা প্রসঙ্গে শাহরুখ বলেন, ‌‘আইফা হল ভারতীয় সিনেমার এমন এক উদযাপন যা সারা বিশ্বে রঙ ছড়ায়। বছরের পর বছর ধরে এই যাত্রার অংশ হওয়া অসাধারণ। আমি আইফার এনার্জি, প্য়াশন এবং মহিমাকে প্রাণ দিতে আবারও তৈরি।’

উপস্থাপনার পাশাপাশি শাহরুখ খানের পারফর্ম করারও কথা রয়েছে। সেইসঙ্গে তিনি পেতে পারেন পুরস্কারও। জওয়ান সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন।

এবার সেরা সিনেমা হিসেবে মনোনীতদের তালিকায় আছে টুয়েলভথ ফেইল, অ্যানিমেল, জাওয়ান, সত্যপ্রেম কি কথা, স্যাম বাহাদুর। সেরা পরিচালকের তালিকায় আছেন অমিত রাই, সন্দীপ রেড্ডি ভাঙা, করণ জোহর, অ্যাটলি, সিদ্ধার্থ আনন্দ, বিধু ভিনোদ চোপড়া। সেরা অভিনেত্রী হিসেবে আছেন আলিয়া ভাট, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদভানি, তাপসী পান্নু। সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন বিক্রান্ত ম্যাসী, রণবীর কাপুর, শাহরুখ খান, রণভীর সিং, ভিকি কৌশলী, সানি দেওল।