স্প্যানিশ অস্কার ব্রুজনকে বিদায় করে ২০২৪-২৫ ফুটবল মৌসুমের জন্য নিয়োগ দেওয়া বসুন্ধরা কিংসের নতুন কোচ রোমানিয়ার ভ্যালেরি তিতা ঢাকায় পৌঁছেছেন। নতুন কোচকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
গত মৌসুম শেষ হওয়ার পর নতুন কোচ নিয়োগ দিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে কিংস দুর্দান্ত দাপট দেখালেও আন্তর্জাতিক আসরে ভালো করতে পারছিল না। এ ছাড়া টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তার সঙ্গে দূরত্বও তৈরি হয়েছিল অস্কারের। তাই সম্পর্ক ছিন্ন হয়েছে কিংস ও স্প্যানিশ কোচের।
নতুন কোচ রোমানিয়ার ৫৮ বছর বয়সী ভ্যালেরি তিতা। কোচিং ক্যারিয়ারের বলতে গেলে পুরোটা সময়ই কাটিয়েছেন এশিয়ায়। দুই মেয়াদে সিরিয়ার জাতীয় দলের কোচ ছিলেন তিনি। ২০০৭ সালে কোচিং পেশায় নাম লেখানোর পর কেবল এক বছর দায়িত্ব পালন করেছেন নিজ দেশের একটি ক্লাবে। বাকি সময় তিনি দায়িত্ব পালন করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবে।
সর্বশেষ তিনি ছিলেন সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনে। তিনি ২০১০-১১ ও ২০২১-২২ মেয়াদে সিরিয়া জাতীয় দলের কোচ ছিলেন।