রাজধানীর হাতিরঝিলের পানি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। রাহানুমা সারাহ বেসরকারি চ্যানেল জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কল্যাণপুরে থাকতেন।
এ তথ্য জানিয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দীন বলেন, রাত পৌনে একটার দিকে আরিফ নামের এক ব্যক্তি বাসায় যাচ্ছিলেন। সে সময় তিনি রাহানুমাকে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখেন। পরে তিনিই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সে সময় চিকিৎসক রাহানুমাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আরিফ রাহানুমার কাছে তার মুঠোফোনটি পান। তারপর তার পরিবারকে ঘটনাটি জানান। মা-বাবা ও ভাই হাসপাতালে যান রাতেই। তিনি কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাহানুমার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।