ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবার কিশোরগঞ্জে হাসিনা-কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 8

এবার কিশোরগঞ্জে দুজনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা শহরের বত্রিশ এলাকার আশরাফ আলীর ছেলে বিএনপি কর্মী মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন বলে ওসি মো. গোলাম মোস্তফা জানান।

মামলার এজাহারে ৮৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

শেখ হাসিনা-ওবায়দুল কাদের ছাড়াও এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন- সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, রেজওয়ান আহাম্মদ তৌফিক, আফজাল হোসেন, সোহরাব উদ্দিন ও নূর মোহাম্মদ।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের পুরান থানা এলাকা থেকে গৌরাঙ্গ বাজার হয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল।

তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই মিছিলে হামলা চালান।

হামলা থেকে প্রাণ বাঁচাতে বিএনপির কয়েকজন নেতাকর্মী দৌড়ে খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা তাদের আবদ্ধ করে আগুন দেন।

এতে জুলকার হোসেন (৩৮) ও অঞ্জনা (২৮) নামে বিএনপির দুই কর্মী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া গুলি, ধারালো অস্ত্র-লাঠির আঘাতে ও অগ্নিদগ্ধ হয়ে আরো অনেকেই আহত হয়েছেন বলে মামলার এজাহারে দাবি করা হয়।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার আবেদনটি হয় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে।

এরপর থেকে দেশজুড়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই হত্যার অভিযোগে।

ট্যাগস

এবার কিশোরগঞ্জে হাসিনা-কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

এবার কিশোরগঞ্জে দুজনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা শহরের বত্রিশ এলাকার আশরাফ আলীর ছেলে বিএনপি কর্মী মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন বলে ওসি মো. গোলাম মোস্তফা জানান।

মামলার এজাহারে ৮৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

শেখ হাসিনা-ওবায়দুল কাদের ছাড়াও এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন- সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, রেজওয়ান আহাম্মদ তৌফিক, আফজাল হোসেন, সোহরাব উদ্দিন ও নূর মোহাম্মদ।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের পুরান থানা এলাকা থেকে গৌরাঙ্গ বাজার হয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল।

তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই মিছিলে হামলা চালান।

হামলা থেকে প্রাণ বাঁচাতে বিএনপির কয়েকজন নেতাকর্মী দৌড়ে খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা তাদের আবদ্ধ করে আগুন দেন।

এতে জুলকার হোসেন (৩৮) ও অঞ্জনা (২৮) নামে বিএনপির দুই কর্মী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া গুলি, ধারালো অস্ত্র-লাঠির আঘাতে ও অগ্নিদগ্ধ হয়ে আরো অনেকেই আহত হয়েছেন বলে মামলার এজাহারে দাবি করা হয়।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার আবেদনটি হয় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে।

এরপর থেকে দেশজুড়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই হত্যার অভিযোগে।