ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ে তড়িঘড়ি করে চেয়ারম্যান পরিবর্তন করল মার্কেন্টাইল ব্যাংক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • 14

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ বাঁচাতে তড়িঘড়ি করে চেয়ারম্যান পরিবর্তন করেছ। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হককে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন বর্তমান পর্ষদ। এর আগে আওয়ামী লীগের সাবেক এমপি এবং বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

রোববার ( ০১ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মো. আনোয়ারুল হক ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল। দীর্ঘদিন তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।

ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের বেশির ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর অনেক ব্যাংকের পর্ষদ ভেঙে দিলেও এই ব্যাংকটির পরিচালনায় তেমন পরিবর্তন আসেনি।

তবে ব্যাংকটির ভেতরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে অস্থিরতা চলছিল। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদে হস্তক্ষেপ করতে পারে এমন ভয় ছিল পরিচালকদের মধ্যে। তাই তড়িঘড়ি করে আগের চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে ব্যাংকটির পর্ষদ।

ট্যাগস

ভয়ে তড়িঘড়ি করে চেয়ারম্যান পরিবর্তন করল মার্কেন্টাইল ব্যাংক

আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ বাঁচাতে তড়িঘড়ি করে চেয়ারম্যান পরিবর্তন করেছ। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হককে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন বর্তমান পর্ষদ। এর আগে আওয়ামী লীগের সাবেক এমপি এবং বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

রোববার ( ০১ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মো. আনোয়ারুল হক ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল। দীর্ঘদিন তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।

ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের বেশির ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর অনেক ব্যাংকের পর্ষদ ভেঙে দিলেও এই ব্যাংকটির পরিচালনায় তেমন পরিবর্তন আসেনি।

তবে ব্যাংকটির ভেতরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে অস্থিরতা চলছিল। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদে হস্তক্ষেপ করতে পারে এমন ভয় ছিল পরিচালকদের মধ্যে। তাই তড়িঘড়ি করে আগের চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে ব্যাংকটির পর্ষদ।