ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার মাসসেরা ২ লঙ্কান ক্রিকেটার

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • 12

সাউথ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলসকে টপকে আগস্টের সেরা ক্রিকেটার হয়েছেন দুনিথ ওয়েলালাগে। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনি। ১৯৯৭ সালের পর এবারই প্রথম ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লঙ্কানরা।

এই সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে ১০৮ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়েলালাগে। এরপর বল হাতেও ২ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে পারফর্ম করেন তিনি। ৩৯ রানের সঙ্গে ২৭ রান খরচায় নেন ৫ উইকেট। এই ম্যাচেও সেরা ক্রিকেটার হন ওয়েলালাগে। এমন পারফরম্যান্সেই শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার জিতলেন ওয়েলালাগে।

এর আগে ২০২২ সালের মে মাসে অ্যাঞ্জেলো ম্যাথিউস, একই বছরের জুলাইয়ে প্রবাথ জয়াসুরিয়া, ২০২৩ সালের জুনে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও এ বছরের মার্চে কামিন্দু মেন্ডিস মাসসেরার পুরষ্কার জেতেন। নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরার পুরষ্কার পেয়েছেন হার্শিথা সামারাবিক্রমা। এর মধ্যে দিয়ে মাত্র দ্বিতীয়বার একই মাসে কোনো দেশের নারী ও পুরুষ ক্রিকেটার মাসসেরার পুরষ্কার পেলেন। চলতি বছরের জুনে এই কীর্তি গড়েছিলেন জসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা। এদিকে সামারাবিক্রমার আগে একমাত্র শ্রীলঙ্কান নারী ক্রিকেটার হিসেবে মাসসেরা হয়েছিলেন চামারি আতাপাত্তু।

সামারাবিক্রমা সীমিত ওভারের দুই ফরম্যাটেই দারুণ পারফরম্যান্স করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ১৫১ রানের করেন তিনি। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান আসে তার ব্যাট থেকে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ১০৫ রান করেন এই লঙ্কান ব্যাটার।

ট্যাগস

প্রথমবার মাসসেরা ২ লঙ্কান ক্রিকেটার

আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সাউথ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলসকে টপকে আগস্টের সেরা ক্রিকেটার হয়েছেন দুনিথ ওয়েলালাগে। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনি। ১৯৯৭ সালের পর এবারই প্রথম ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লঙ্কানরা।

এই সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে ১০৮ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়েলালাগে। এরপর বল হাতেও ২ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে পারফর্ম করেন তিনি। ৩৯ রানের সঙ্গে ২৭ রান খরচায় নেন ৫ উইকেট। এই ম্যাচেও সেরা ক্রিকেটার হন ওয়েলালাগে। এমন পারফরম্যান্সেই শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার জিতলেন ওয়েলালাগে।

এর আগে ২০২২ সালের মে মাসে অ্যাঞ্জেলো ম্যাথিউস, একই বছরের জুলাইয়ে প্রবাথ জয়াসুরিয়া, ২০২৩ সালের জুনে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও এ বছরের মার্চে কামিন্দু মেন্ডিস মাসসেরার পুরষ্কার জেতেন। নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরার পুরষ্কার পেয়েছেন হার্শিথা সামারাবিক্রমা। এর মধ্যে দিয়ে মাত্র দ্বিতীয়বার একই মাসে কোনো দেশের নারী ও পুরুষ ক্রিকেটার মাসসেরার পুরষ্কার পেলেন। চলতি বছরের জুনে এই কীর্তি গড়েছিলেন জসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা। এদিকে সামারাবিক্রমার আগে একমাত্র শ্রীলঙ্কান নারী ক্রিকেটার হিসেবে মাসসেরা হয়েছিলেন চামারি আতাপাত্তু।

সামারাবিক্রমা সীমিত ওভারের দুই ফরম্যাটেই দারুণ পারফরম্যান্স করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ১৫১ রানের করেন তিনি। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান আসে তার ব্যাট থেকে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ১০৫ রান করেন এই লঙ্কান ব্যাটার।