ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নারী টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • 12

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার ভিন্ন আঙ্গিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশ। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে সংস্থাটি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বেলা সাড়ে বারোটায় দল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিল সংস্থাটি। নির্দিষ্ট সময়েই বিসিবির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিসিবির নারী উইংয়ের হেড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীরা এবার দল ঘোষণা করবেন।

এরপর প্রাবসী বাংলাদেশীরাই বিশ্বকাপের স্কোয়াডে থাকা নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। আইসিসির এ টুর্নামেন্টে বাঘিনীদের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ১৫ সদস্যের দলে আরও আছেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

ট্যাগস

নারী টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার ভিন্ন আঙ্গিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশ। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে সংস্থাটি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বেলা সাড়ে বারোটায় দল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিল সংস্থাটি। নির্দিষ্ট সময়েই বিসিবির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিসিবির নারী উইংয়ের হেড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীরা এবার দল ঘোষণা করবেন।

এরপর প্রাবসী বাংলাদেশীরাই বিশ্বকাপের স্কোয়াডে থাকা নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। আইসিসির এ টুর্নামেন্টে বাঘিনীদের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ১৫ সদস্যের দলে আরও আছেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।