ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ড. ইউনূ‌সের সঙ্গে জাস্টিন ট্রুডোর সাক্ষাৎ

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • 6

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের বৈঠকের ফাঁকে দুই দেশের সরকারপ্রধানের সাক্ষাৎ হয়।

এ সময় সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে আরো সুদৃঢ়করণ, স্বাধীনতাকে গভীরতর করা, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ হস্তান্তর করেন।

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রতিশ্রুতি ব্যক্ত করে জাস্টিন ট্রুডো পরিবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বিগত শাসনব্যবস্থা কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তা বর্ণনা করেন। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন। তিনি কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরো ভিসা দেওয়ার অনুরোধ করেন।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা তার জাতিসংঘ সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানের সময় তিনি বিশিষ্ট বিশ্বনেতাদের সঙ্গে দেখা করেন।

ট্যাগস

ড. ইউনূ‌সের সঙ্গে জাস্টিন ট্রুডোর সাক্ষাৎ

আপডেট সময় ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের বৈঠকের ফাঁকে দুই দেশের সরকারপ্রধানের সাক্ষাৎ হয়।

এ সময় সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে আরো সুদৃঢ়করণ, স্বাধীনতাকে গভীরতর করা, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ হস্তান্তর করেন।

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রতিশ্রুতি ব্যক্ত করে জাস্টিন ট্রুডো পরিবর্তীত পরিস্থিতিতে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বিগত শাসনব্যবস্থা কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তা বর্ণনা করেন। ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন। তিনি কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরো ভিসা দেওয়ার অনুরোধ করেন।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা তার জাতিসংঘ সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানের সময় তিনি বিশিষ্ট বিশ্বনেতাদের সঙ্গে দেখা করেন।