ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 24

সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে সোলার হাইব্রিড আইপিএস। ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড এই সিস্টেম একইসঙ্গে সৌরশক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার এর মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেইসঙ্গে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।

১২০০ ওয়াট থেকে ৫,৫০০ ওয়াট পর্যন্ত ৫টি ভিন্ন মডেলে ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে। সেই সাথে রয়েছে ১২০০ ও ৩২০০ ওয়াটের ইনভার্টার ও ব্যাটারি প্যাকেজ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী জানান, ‘আর্ক’(arc) ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএস এর প্রধান সুবিধা হলো এটি ২০% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে। সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে এন্টি রিফ্লেক্টিভ, হাইড্রোফোব্রিক কোটিংযুক্ত প্যানেল যা সূর্যের আলোকে অধিক হারে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। উন্নত প্রযুক্তির এই প্যানেল স্বল্প আলোতেও অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়াতেও সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের এই প্যানেল শক্তিশালী এলুমিনিয়াম স্ট্রাকচারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘আর্ক’ ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন মনো সোলার প্যানেল অধিক বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। এই পানেলগুলো আইএসও ৯০০১, টিউভি পিআইডি-ফ্রি সিই আইইসি ৬১২১৫/৬১৭৩০/৬১৭০১/৬২৭১৬ সনদপ্রাপ্ত।

এছাড়া ওয়ালটনের হাইব্রিড ইনভার্টার এ রয়েছে পিউর সাইন ওয়েভ, সহজ ইউজার মডিউল, এমপিপিটি চার্জিং মোড, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি অপটিমাইজিং ফিচার সহ আরো সব ফিচার। এতে ব্যবহৃত হয়েছে ক্ষয় ও শর্ট সার্কিটরোধী দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি। ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস সহজে ইন্সটল করা যায়।

জানা গেছে, ১২০০ ভিএ ইনভার্টার ও ২টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৮৭,০০০ টাকা। ১২০০ ভিএ ইনভার্টার ও ৩টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৯৮,৫০০ টাকা। আর ৩২০০ ভিএ ইনভার্টার ও ৪টি সোলার প্যানেল যুক্ত মডেলটির মূল্য ১৭৫,৫০০ টাকা। ৩২০০ ভিএ ইনভার্টার ও ৮টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ২৯৫,০০০ টাকা। ৫৫০০ ভিএ ইনভার্টার ও ১০টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ৪৬৫,০০০ টাকা।

অন্যদিকে ১২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ৭৯,৫০০ টাকা এবং ৩২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ১৫৮,৫০০ টাকা।

ওয়ালটনের সোলার প্যানেলে থাকছে ২০ বছর, ব্যাটারিতে ১২ মাস ও সোলার ইনভার্টার-এ ১৮ মাসের ওয়ারেন্টি সেবা। দেশের যেকোনো ওয়ালটন প্লাজার পাশাপাশি অনলাইনে ওয়ালটন ইপ্লাজা এবং ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকেও অর্ডার করা যাবে।

ট্যাগস

ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

আপডেট সময় ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে সোলার হাইব্রিড আইপিএস। ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড এই সিস্টেম একইসঙ্গে সৌরশক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার এর মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেইসঙ্গে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।

১২০০ ওয়াট থেকে ৫,৫০০ ওয়াট পর্যন্ত ৫টি ভিন্ন মডেলে ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে। সেই সাথে রয়েছে ১২০০ ও ৩২০০ ওয়াটের ইনভার্টার ও ব্যাটারি প্যাকেজ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী জানান, ‘আর্ক’(arc) ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএস এর প্রধান সুবিধা হলো এটি ২০% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে। সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে এন্টি রিফ্লেক্টিভ, হাইড্রোফোব্রিক কোটিংযুক্ত প্যানেল যা সূর্যের আলোকে অধিক হারে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। উন্নত প্রযুক্তির এই প্যানেল স্বল্প আলোতেও অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়াতেও সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের এই প্যানেল শক্তিশালী এলুমিনিয়াম স্ট্রাকচারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘আর্ক’ ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন মনো সোলার প্যানেল অধিক বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। এই পানেলগুলো আইএসও ৯০০১, টিউভি পিআইডি-ফ্রি সিই আইইসি ৬১২১৫/৬১৭৩০/৬১৭০১/৬২৭১৬ সনদপ্রাপ্ত।

এছাড়া ওয়ালটনের হাইব্রিড ইনভার্টার এ রয়েছে পিউর সাইন ওয়েভ, সহজ ইউজার মডিউল, এমপিপিটি চার্জিং মোড, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি অপটিমাইজিং ফিচার সহ আরো সব ফিচার। এতে ব্যবহৃত হয়েছে ক্ষয় ও শর্ট সার্কিটরোধী দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি। ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস সহজে ইন্সটল করা যায়।

জানা গেছে, ১২০০ ভিএ ইনভার্টার ও ২টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৮৭,০০০ টাকা। ১২০০ ভিএ ইনভার্টার ও ৩টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৯৮,৫০০ টাকা। আর ৩২০০ ভিএ ইনভার্টার ও ৪টি সোলার প্যানেল যুক্ত মডেলটির মূল্য ১৭৫,৫০০ টাকা। ৩২০০ ভিএ ইনভার্টার ও ৮টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ২৯৫,০০০ টাকা। ৫৫০০ ভিএ ইনভার্টার ও ১০টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ৪৬৫,০০০ টাকা।

অন্যদিকে ১২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ৭৯,৫০০ টাকা এবং ৩২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ১৫৮,৫০০ টাকা।

ওয়ালটনের সোলার প্যানেলে থাকছে ২০ বছর, ব্যাটারিতে ১২ মাস ও সোলার ইনভার্টার-এ ১৮ মাসের ওয়ারেন্টি সেবা। দেশের যেকোনো ওয়ালটন প্লাজার পাশাপাশি অনলাইনে ওয়ালটন ইপ্লাজা এবং ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকেও অর্ডার করা যাবে।