ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাফ চ্যাম্পিয়নদের সাক্ষাৎ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 14

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করলেন বাংলার মেয়েরা।

মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে আজ সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার। চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এদিকে নারীরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর সুযোগ সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও এসব নিয়ে নানা সময়ই উঠেছে নানা অভিযোগ। এবার নতুন করে আবার আলোচনা হচ্ছে। মেয়েরা যেদিন দেশে ফিরেছেন সেদিনই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কথা হয়েছে তার। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও জানালেন, নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে।

গত বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় তাদের।

ট্যাগস

প্রধান উপদেষ্টার সঙ্গে সাফ চ্যাম্পিয়নদের সাক্ষাৎ

আপডেট সময় ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করলেন বাংলার মেয়েরা।

মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে আজ সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার। চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এদিকে নারীরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর সুযোগ সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও এসব নিয়ে নানা সময়ই উঠেছে নানা অভিযোগ। এবার নতুন করে আবার আলোচনা হচ্ছে। মেয়েরা যেদিন দেশে ফিরেছেন সেদিনই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কথা হয়েছে তার। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও জানালেন, নারী ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে।

গত বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় তাদের।