ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 7

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদের উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দেবো না।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। এই যে ইসকন নামক উগ্র-জঙ্গিবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে আমীরে জামায়াতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করবো, আমরা সংযত থাকবো।’

মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘ইসলামি আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ ফাঁদে পা দিতে চায় না। ধৈর্যের সঙ্গে এ দেশে আমরা আল্লাহর দ্বীনের সৌন্দর্য রক্ষা করবো আমাদের রক্ত যাবে, জেল জুলুম রিমান্ড শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করবো।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তকদিরের ওপর বিশ্বাস করি। কিন্তু ফিতনা ফ্যাসাদ বিশৃঙ্খলা অপশক্তি উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দিই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাবো। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করবো।’

একসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্টরের মো. জাকারিয়া, ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

ইসকনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

আপডেট সময় ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদের উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দেবো না।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। এই যে ইসকন নামক উগ্র-জঙ্গিবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে আমীরে জামায়াতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করবো, আমরা সংযত থাকবো।’

মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘ইসলামি আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ ফাঁদে পা দিতে চায় না। ধৈর্যের সঙ্গে এ দেশে আমরা আল্লাহর দ্বীনের সৌন্দর্য রক্ষা করবো আমাদের রক্ত যাবে, জেল জুলুম রিমান্ড শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করবো।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তকদিরের ওপর বিশ্বাস করি। কিন্তু ফিতনা ফ্যাসাদ বিশৃঙ্খলা অপশক্তি উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দিই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাবো। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করবো।’

একসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্টরের মো. জাকারিয়া, ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতারা উপস্থিত ছিলেন।