ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে দুইজনের আত্মহত্যা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • 5

রাজধানীর কদমতলির জুরাইন মেডিকেল রোড এলাকা ও যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. মানিক চাঁন (৫২) ও মো. পারভেজ (২৪)। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ও শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাকফুর রহমান জানান, খবর পেয়ে কদমতলীর জুরাইন ১৩৫ নং মেডিকেল রোড এলাকায় নিজ বাসা থেকে মানিক চাঁনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা জানিয়েছেন, তার স্ত্রী ১৫ বছর আগে মারা গেছেন। এ নিয়ে চরম হতাশাগ্রস্ত ছিলেন তিনি। ঘটনার দিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন মানিক চাঁন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। অপরদিকে, যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড এলাকা থেকে পারভেজ মিয়া নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে গতরাত ১২টার দিকে যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড ৫০/১ নম্বর বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আশেপাশের লোকের মুখে জানতে পারি, নিহত পারভেজ পেশায় একজন অটোচালক। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে দুইজনের আত্মহত্যা

আপডেট সময় ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কদমতলির জুরাইন মেডিকেল রোড এলাকা ও যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. মানিক চাঁন (৫২) ও মো. পারভেজ (২৪)। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ও শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাকফুর রহমান জানান, খবর পেয়ে কদমতলীর জুরাইন ১৩৫ নং মেডিকেল রোড এলাকায় নিজ বাসা থেকে মানিক চাঁনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা জানিয়েছেন, তার স্ত্রী ১৫ বছর আগে মারা গেছেন। এ নিয়ে চরম হতাশাগ্রস্ত ছিলেন তিনি। ঘটনার দিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন মানিক চাঁন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। অপরদিকে, যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড এলাকা থেকে পারভেজ মিয়া নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে গতরাত ১২টার দিকে যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড ৫০/১ নম্বর বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আশেপাশের লোকের মুখে জানতে পারি, নিহত পারভেজ পেশায় একজন অটোচালক। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।