vvvদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, অভিনব ও আকর্ষণীয় প্যাভিলিয়ন, গ্রাহকদের সেবা ও মেলার সার্বিক সফলতায় অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরি-বি তে প্রথম পুরস্কার অর্জন করেছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড।
একইসাথে আরএফএল গ্রুপের ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিশন এবং ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল যথাক্রমে বেস্ট জেনারেল স্টল ও বেস্ট প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে প্রথম এবং তৃতীয় পুরস্কার লাভ করেছে।