বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত হয়ে পড়ছে জিম্বাবুয়ে সিরিজে। দেশের বাকি ক্রিকেটাররা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও ব্যস্ত সূচি শুরু হচ্ছে। চলতি মাসের শেষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের যুবারা। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজেও বাংলাদেশ যুব দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আরও ৫ জনকে। তারা হলেন রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।
এই সিরিজের সূচি আরও আগেই চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সূচি অনুযায়ী ২৪ এপ্রিল বাংলাদেশ যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ ও ৩০ এপ্রিল। সিরিজের শেষ তিন ওয়ানডে যথাক্রমে ৩, ৫ এবং ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে যুবাদের পরবর্তী বিশ্বকাপ। এই সিরিজটি সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি বাংলাদেশের যুবাদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।