দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৩ মে) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ৩০৯ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৪ কোটি ০৯ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, কমেছে ৩০৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ারদর।