বিএনপির প্রতিনিধি দল আজ বুধবার বিকেলে ডিএমপি কমিশনারের অফিসে যাবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, বিএনপির প্রতিনিধি দল আজ বিকাল ৪টায় ডিএমপিতে যাবে। প্রতিনিধি দলে থাকবেন দলটির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সেখানে তারা যাচ্ছেন বলে জানান শায়রুল কবির খান।